আফগানিস্তান - বাংলাদেশ সিরিজ

আমার উইকেটই পার্থক্য গড়ে দিয়েছে: শান্ত

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 00:34 বৃহস্পতিবার, 07 নভেম্বর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

তানজিদ হাসান তামিম দ্রুত ফিরলেও বাংলাদেশকে পথ দেখিয়েছেন নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। তাদের দুজনের পঞ্চাশ পার করা জুটিতে বিপদ কাটিয়ে ওঠে বাংলাদেশ। শুরুটা ভালো হলেও হাফ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফিরতে হয় সৌম্যকে। তবে দলের হাল ধরেছিলেন শান্ত। মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে বাঁহাতি ব্যাটার যেভাবে ব্যাটিং করছিলেন তাতে বাংলাদেশের জয় পাওয়াটা ছিল কেবলই সময়ের ব্যাপার।

অথচ নাটকীয় ধসে ৯২ রানে হারতে হয়েছে সফরকারীদের। যার শুরুটা হয়েছে শান্তকে দিয়ে। মোহাম্মদ নবির স্পিনের বিপক্ষে খানিকটা ভুগছিলেন বাংলাদেশের অধিনায়ক। রান বের করতে না পারায় চাপে পড়ে সুইপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে থাকা হাশমতউল্লাহ শাহীদিকে ক্যাচ দিলেন ৪৭ রানের ইনিংস খেলা শান্ত। একটু পর ফিরলেন থিতু হওয়া মিরাজও। এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাংলাদেশের ব্যাটিং অর্ডার।

২ উইকেটে ১২০ রান করা বাংলাদেশ শেষ পর্যন্ত অল আউট হয়েছে ১৪৩ রানে। এমন হারের পর শান্ত জানিয়েছেন, তার উইকেটই পার্থক্য গড়ে দিয়েছে। ম্যাচ শেষে বাংলাদেশের অধিনায়ক এ প্রসঙ্গে বলেন, ‘আমার উইকেটটা পার্থক্য গড়ে দিয়েছে। আমি সেট ব্যাটার ছিলাম। মিরাজ, সৌম্যদের ক্ষেত্রে ব্যাপারটা একই। এমন কন্ডিশনে আপনাকে লম্বা সময় ব্যাটিং করতে হবে।’

বাংলাদেশকে উড়িয়ে দেয়ার কাজটা করেছেন মোহাম্মদ গাজানফার। আফগানিস্তানের তরুণ এই স্পিনার মাত্র ২৬ রানে নিয়ছেন ৬ উইকেট। ম্যাচসেরা হওয়া গাজানফার ফিরিয়েছেন মিরাজ, মুশফিকুর রহিম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদের মতো ক্রিকেটারদের। আফগানিস্তানের বোলারদের প্রশংসা করলেও পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশা ব্যক্ত করেছেন শান্ত।

বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘আফগানিস্তান সবসময় রহস্যময় স্পিনারে ভরা। তারা সবাই ভালো বোলিং করেছে, বিশেষ করে গাজানফার। আমাদের প্রস্তুতি খুবই ভালো ছিল কিন্তু দিনটা আমাদের নয়। আশা করি পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াব।’

ব্যাটিংয়ের মতো বোলিংয়েও বাংলাদেশের শুরুটা হয়েছিল ভালো। মুস্তাফিজুর রহমান ও তাসকিনের বোলিংয়ে মাত্র ৭১ রানে ৫ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আফগানিস্তান। সেখান থেকে ১০৪ রানের জুটি গড়ে স্বাগতিকদের টেনে তোলেন হাশমতউল্লাহ ও নবি। শেষের দিকে নাঙ্গেলিয়া খারোটে রান বাড়িয়েছেন দলের। আফগানদের আক্রমণ করাই কাল হয়েছে বলে জানান শান্ত।

তিনি বলেন, ‘আমাদের শুরুটা ভালো হয়েছিল। প্রথম ১৫-২০ ওভারে আমরা দারুণ বোলিং করেছিলাম। মাঝের সময়ে আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি। নবি দারুণ ব্যাটিং করেছে। আমার মনে হয় না আমাদের আক্রমণ (বোলিং) প্রয়োজন ছিল। উইকেটে বাউন্স কম ছিল।’