বাংলাদেশ ক্রিকেট

বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচের দায়িত্বে সালাহউদ্দিন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:44 মঙ্গলবার, 05 নভেম্বর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

দ্বিতীয় মেয়াদে চন্ডিকা হাথুরুসিংহেকে ফেরানোর সময় থেকেই প্রধান কোচের সহকারী হিসেবে একজন স্থানীয় কোচকে নিয়োগ দিতে আগ্রহী ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও পরবর্তীতে সেটা খুব বেশি ফলপ্রসূ হয়নি। হাথুরুসিংহে চাকরি ছাড়ার আগ পর্যন্ত তার সহকারী হিসেবে কাজ করেছেন নিক পোথাস।

সাউথ আফ্রিকান কোচও ছিলেন হাথুরুসিংহের পছন্দেই। দেশের রাজনৈতিক পট পরিবর্তনে ক্রিকেট বোর্ডে রদবদল হওয়ায় প্রধান কোচ হিসেবে সবার পছন্দ ছিলেন তিনি। বোর্ড থেকেও এমন আভাস মিলেছে কয়েকবার। যদিও হাথুরুসিংহে বিদায় করার পর অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে ফিল সিমন্সকে।

ওয়েস্ট ইন্ডিজের কোচকে নিয়োগ দেয়ার পর তার সহকারী হিসেবে সালাহউদ্দিনকে বিবেচনা করে বিসিবি। তার সঙ্গে বেশ কয়েকবার এ নিয়ে আলোচনাতেও বসে বিসিবি। মঙ্গলবার সালাহউদ্দিনকে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশের ক্রিকেটের সর্বোচ্চ এই নিয়ন্ত্রক সংস্থা।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। তার সঙ্গে ৫ নভেম্বর ২০২৪ থেকে ১৫ মার্চ ২০২৫ সাল পর্যন্ত চুক্তি করেছে বিসিবি। এর আগে ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ ছিলেন সালাহউদ্দিন। পরবর্তীতে ২০০৮ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত ছিলেন ফিল্ডিং কোচ। 

যদিও বিসিবির চুক্তিবদ্ধ কোচ না হওয়ায় পরের প্রায় দেড় দশকে বোর্ডের সঙ্গে কাজ করতে দেখা যায়নি তাকে। বাংলাদেশের কোচের দায়িত্ব ছাড়ার পর বিপিএল, ডিপিএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ও ক্লাবের কোচিং করিয়েছেন। এ ছাড়া বর্তমানে মাসকো ক্রিকেট একাডেমিতেও কাজ করছেন তিনি। চাইলেই সবগুলো হুট করে ছেড়ে দেয়া যায় না বলে জানান তিনি।