পাকিস্তান - ইংল্যান্ড সিরিজ

ইংল্যান্ডের শেষ টেস্টের একাদশে ৩ স্পিনার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:23 মঙ্গলবার, 22 অক্টোবর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

প্রথম টেস্টে হারলেও মুলতানে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে ১৫২ রানে হারিয়ে সিরিজে ১-১ সমতা এনেছে পাকিস্তান। ১১ ম্যাচ পর ঘরের মাঠে টেস্ট জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন নোমান আলী ও সাজিদ খান। পাকিস্তানের দুই স্পিনার মিলে ইংল্যান্ডের ২০ উইকেটই নিয়েছেন। স্পিন নির্ভর উইকেট বানিয়ে সাফল্য পাওয়া পাকিস্তান তাই রাওয়ালপিন্ডিতেও একই পরিকল্পনায় হাঁটবে। স্পিনারদের জন্য স্বর্গ বানাতে চেষ্টার কমতিও রাখছেন না গ্রাউন্ডসম্যানরা।

রাওয়াপিন্ডির উইকেট প্রথাগতভাবে ব্যাটিং নির্ভর। তবে সকালের শুরুতে খানিকটা বাড়তি সুবিধা পেয়ে থাকেন পেসাররা। টেস্টের সময় যত গড়াতে থাকে স্পিনারদের জন্যও ততটা সুবিধা বাড়তে থাকে। যদিও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে পুরো স্পিন নির্ভর উইকেট বানাতে জোর চেষ্টা চালাচ্ছে রাওয়ালপিন্ডির গ্রাউন্ডসম্যানরা। উইকেটের দুই পাশে ইন্ডাস্ট্রিয়াল ফ্যান, আউটডোর হিটার দিয়ে উইকেট শুকানোর চেষ্টা যেন সেটাই ইঙ্গিত দিচ্ছে।

এমন চিত্র দেখে একাদশ নির্বাচনে সাবধানী হয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের জন্য ঘোষিত একাদশে রাখা হয়েছে তিন স্পিনারকে। শোয়েব বাশির এবং জ্যাক লিচ আগের টেস্টের একাদশেও ছিলেন। এবার তাদের দুজনের সঙ্গে যুক্ত করা হয়েছে রেহান আহমেদকে। লম্বা সময় পর টেস্ট একাদশে ফিরলেন ডানহাতি এই লেগ স্পিনার।

চলতি বছরের শুরুতে ভারত সফরে তিনটি টেস্ট খেলেছিলেন রেহান। যদিও বল হাতে আলো ছড়াতে পারেননি তিনি। ৩ টেস্টে ৪৪ গড়ে মাত্র ১১ উইকেট নিয়েছিলেন ইংলিশ এই স্পিনার। এদিকে ফেব্রুয়ারির পর এবারই প্রথম সাদা পোশাকের জার্সি গায়ে জড়াবেন তিনি। দুই বছর আগে করাচিতে মাত্র ১৮ বছর বয়সে অভিষেক হয়েছিল তার। করাচিতে দ্বিতীয় ইনিংসে ৪৮ রান খরচায় ৫ উইকেট নিয়েছিলেন।

রেহানের পাশাপাশি একাদশে ফেরানো হয়েছে গাস অ্যাটকিনসনকে। প্রথম টেস্টে ১৪৫ রানে ৪ উইকেট নেয়ার পর মুলতানে দ্বিতীয় ম্যাচে ছিলেন না। অ্যাটকিনসন ছাড়া ইংল্যান্ডের পেস বোলিং অপশন হিসেবে আছেন অধিনায়ক বেন স্টোকস। রাওয়ালপিন্ডিতে স্পিনের চেয়ে পেসাররা বেশি সুবিধা পেলেও মাত্র দুজন পেসার নিয়েই খেলতে নামছে সফরকারীরা।

অ্যাটকিনসনের ফেরার শেষ টেস্টে বিশ্রাম দেয়া হয়েছে ব্রাইডন কার্স ও ম্যাথু পটসকে। চলতি সফরে বল হাতে আলো ছড়িয়েছেন কার্স। প্রথম দুই টেস্ট খেলা ডানহাতি পেসার ২৪.৩৩ গড়ে নিয়েছেন ৯ উইকেট। কিন্তু টানা দুই টেস্ট খেলায় ৬৭ ওভার বোলিং করেছেন তিনি। ইনজুরি মুক্ত রাখতে তাই কার্সকে বিশ্রাম দিয়েছে ইসিবি।

ইংল্যান্ড- জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, জেমি স্মিথ, গাস অ্যাটকিনসন, রেহান আহমেদ, জ্যাক লিচ, শোয়েব বাশির।