জাতীয় ক্রিকেট লিগ

ফলোঅনে বরিশাল, ইফতেখারের ২ রানের আক্ষেপ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:05 সোমবার, 21 অক্টোবর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

মার্শাল আইয়ুব ও আইচ মোল্লার সেঞ্চুরিতে ভর করে প্রথম ইনিংসে ৫ উইকেটে ৪০৮ রান করে ইনিংস ঘোষণা করেছিল ঢাকা মেট্রো। জবাবে বরিশাল বিভাগ বেশ ভালোই শুরু পেয়েছিল। বিনা উইকেটে ২২ রান নিয়ে দিনের খেলা শেষ করেছিল তারা।

তৃতীয় দিনে ব্যাটিং ব্যর্থতায় দলটি ফলোঅনে পড়েছে। নিজেদের প্রথম ইনিংসে ২১৯ রানে অল আউট হয়েছে বরিশাল। ১১৯ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে বিনা উইকেটে ৩২ রান করে দিনের খেলা শেষ করেছে বরিশাল। 

দলটির হয়ে আব্দুল মজিদ ১৫ ও প্রথম ইনিংসে দারুণ খেলা ইফতেখার আহমেদ ১৩ রান নিয়ে ব্যাট করছেন। দ্বিতীয় দিনেও এই দুজনই অপরাজিত থেকে দিনের খেলা শেষ করে এসেছিলেন। এরপর তারা সাক্ষী হয়েছেন ব্যাটিং বিপর্যয়ের।

আগের দিনের অপরাজিত ব্যাটার মজিদ আর মাত্র ২০ রান যোগ করেই ফিরেছেন তৃতীয় দিনের শুরুতে। এরপর একপ্রান্ত ইফতেখার আগলে রাখলেও অন্য প্রান্তে ছিল ব্যাটারদের আসা যাওয়া। পঞ্চম উইকেটে মঈন খানকে নিয়ে ইফতেখার যোগ করেন ৫৬ রান।

১৭৭ বলে ৯৮ রানের ইনিংস খেলে রান আউট হয়ে ফিরেছেন ইফতেখার। তরুণ এই ব্যাটার ২ রানের আক্ষেপে পুড়েছেন। শেষদিকে মঈন খান ৩৫ ও তানভির ইসলাম ২৬ রান করলেও ইনিংস বড় হয়নি বরিশালের। এর কৃতিত্ব ঢাকা মেট্রোর বোলারদের।

তাদের ইনিংসে সবচেয়ে বড় ধস নামিয়েছেন ডানহাতি স্পিনার আশরাফুল ইসলাম সিয়াম। তিনি একাই নিয়েছেন ৫ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন আরিফ আহমেদ ও মানিক খান। শেষদিনে জয় পেতে তাদেরকেই রাখতে হবে বড় ভূমিকা।