ভারত-নিউজিল্যান্ড সিরিজ

বৃষ্টিতে ভেসে গেল ভারত-নিউজিল্যান্ড টেস্টের প্রথম দিন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:37 বুধবার, 16 অক্টোবর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে রাজত্ব করছে ভারত। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নিজেদের ধরা ছোঁয়ার বাইরে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে রোহিত শর্মার দলের। যদিও বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন ভেসে গেছে বৃষ্টিতে।

এর আগে ভারতের মাটিতেই আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে এসেছিল কিউইরা। গ্রেটার নয়ডাতে পাঁচ দিনে একটি বলও সেবার মাঠে গড়াতে পারেনি। ফলে এ নিয়ে ভারতে নিউজিল্যান্ডের টানা ৬ দিনের খেলা ভেস্তে দিল বেরশিক বৃষ্টি।

আগের দিন থেকেই ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল বেঙ্গালুরুতে। ম্যাচের দিন সকাল থেকেই ছিল বৃষ্টির বাধা। ফলে টসও অনুষ্ঠিত হতে পারেনি। এরপর স্থানীয় সময় বেলা আড়াই টায় দিনের খেলা পরিত্যক্ত করতে বাধ্য হন আম্পায়াররা। ফলে এটি মূলত ৪ দিনের ম্যাচে রূপ নিয়েছে।

এর ফলে এই ম্যাচের নিয়মে আসছে বড় পরিবর্তন। ২০০ নয় বরং এই ম্যাচে ১৫০ রানে এগিয়ে থাকলেই প্রতিপক্ষ দলকে ফলোঅন করাতে পারবে আগে ব্যাট করা দল। ম্যাচের বাকি চারদিনের খেলা ঠিক মতো হলে প্রতিদিন ৯৮ ওভার করে খেলা হতে পারে। 

এমনকি দিনের শেষভাগে চাইলে আরও বাড়তি আধা ঘণ্টা খেলা হতে পারে বলে জানা গেছে। কানপুরে বাংলাদেশের বিপক্ষে ভারতের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টেও বৃষ্টি বড় বাধা তৈরি করেছিল। ফলে ম্যাচের প্রায় আড়াই দিন বৃষ্টিতে ভেসে গিয়েছিল। এরপর ভারত জিতে নিয়েছিল ম্যাচটি।