ভারতীয় ক্রিকেট

কোহলির দুর্দিনে ‘ঢাল’ হলেন গম্ভীর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:33 মঙ্গলবার, 15 অক্টোবর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

জাতীয় দলের হয়ে লম্বা সময় ধরে রান পাচ্ছেন না বিরাট কোহলি। দুঃসময়ে তার পাশে দাঁড়ালেন ভারতের হেড কোচ গৌতম গম্ভীর। দলের অন্যতম সেরা ব্যাটার খুব দ্রুতই ফর্মে ফিরবে বলে প্রত্যাশা গম্ভীরের।

গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে শেষবার সেঞ্চুরির দেখা পেয়েছিলেন কোহলি। ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে ১১৭ রান আসে তার ব্যাটে। এরপর টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে ২২টি ইনিংসে কোহলির রান ২৫.৫৯ গড়ে মাত্র ৫৬৩।

এমনকি বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে অপেক্ষাকৃত দুর্বল বোলিং লাইনআপ পেয়েও রানে ফিরতে পারেননি কোহলি। চার ইনিংসে ৬, ১৭, ৪৭ ও ২৯ রান করেছেন এই ব্যাটার। আসন্ন নিউজিল্যান্ড সিরিজেই স্বরূপে ফিরবেন কোহলি, বিশ্বাস গম্ভীরের।

তিনি বলেন, 'কোহলিকে নিয়ে আমার মনোভাব পরিষ্কার। ও এক জন বিশ্বমানের ক্রিকেটার। এত দিন ধরে দেশের হয়ে ভালো খেলছে। এখনও ওর রানের খিদে দেখে মনে হয় এই বোধহয় অভিষেক হল।'

'শ্রীলঙ্কার বিরুদ্ধে কোহলির অভিষেকের কথা আমার স্পষ্ট মনে আছে। ওর সঙ্গে আমি ব্যাট করছিলাম। তখনই ওর রানের খিদে দেখেছিলাম। সেই খিদেই ওকে এত বড় ব্যাটার তৈরি করেছে। আমি নিশ্চিত, নিউজ়িল্যান্ডের বিপক্ষে সে রান করার জন্য মুখিয়ে থাকবে। অস্ট্রেলিয়ার বিপক্ষেও একই মানসিকতা নিয়ে নামবে।'

খুব দ্রুতই কোহলি ধারাবাহিক হবেন বলে বিশ্বাস গম্ভীরের। এক ইনিংস ভালো খেলতে পারলেই নিয়মিত রান করতে থাকবেন কোহলি, বিশ্বাস তার। চলতি মৌসুমে আরও আটটি টেস্ট খেলবে ভারত। এই ম্যাচগুলোকেই কোহলি কাজে লাগাতে চাইবেন বলে জানিয়েছেন গম্ভীর।

তিনি আরও বলেন, 'আমি জানি, একটা ম্যাচে ওর বড় রান দরকার। সেটা পেলেও কোহলি ধারাবাহিক ভাবে রান করতে পারবে। আমি জানি, সামনের আটটা টেস্টের দিকে কোহলির লক্ষ্য থাকবে।'