ইংল্যান্ড - অস্ট্রেলিয়া সিরিজ

পিঠের চোটে ইংল্যান্ড সফর শেষ গ্রিনের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:55 শুক্রবার, 27 সেপ্টেম্বর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

যুক্তরাজ্য সফর থেকে আগেই ছিটকে গেছেন নাথান এলিস, জাভিয়ের বার্টলেট, রাইলি মেরিডিথ এবং বেন ডোয়ার্শিস। এবার পিঠের চোটে ইংল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন ক্যামেরন গ্রিন। তারকা অলরাউন্ডারের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

ডারহামে তৃতীয় ওয়ানডেতে ম্যাচের একটা পর্যায়ে ধারাবাহিকভাবে শর্ট বল করে যাচ্ছিলেন গ্রিন। যার ফলে পিঠে খানিকটা ব্যথা অনুভব করেন ডানহাতি এই পেসার। ম্যাচ শেষে তাই লন্ডনে স্ক্যান করানো হয় তার। স্ক্যান শেষে পিঠে চোটে ধরা পড়েছে গ্রিনের। এমন অবস্থায় ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ দুই ওয়ানডেতে খেলা হচ্ছে না তারকা অলরাউন্ডারের।

গ্রিনের চোট নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, ‘ক্যামেরন গ্রিনের পিঠে চোট ধরা পড়েছে এবং ইংল্যান্ড সফরে বাকি ওয়ানডেতে সে অংশ নিচ্ছে না। ডারহামে তৃতীয় ওয়ানডে শেষে ব্যথার কথা জানানোর পর লন্ডনে স্ক্যান করা হয়েছে এবং চোট দেখা গেছে। বাকি পর্যবেক্ষণের জন্য সে দেশে ফিরে যাবে এবং পরবর্তীতে খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।’

এর আগে গ্রিন পিঠের স্ট্রেস ফ্র্যাকচারের শিকার হয়েছিলেন। যার ফলে ২০১৯ সালে ঘরোয়া ক্রিকেটে আবারও পারফর্ম করে পরবর্তীতে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলতে হয়ে। এবার কতদিনের জন্য ছিটকে যাচ্ছেন সেটা এখনও চূড়ান্ত করে জানায়নি অস্ট্রেলিয়া। তবে গ্রিন যদি লম্বা সময়ের জন্য ছিটকে যায় সেক্ষেত্রে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের পরিকল্পনায় খানিকটা ব্যঘাত ঘটবে।

বিশেষ করে ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে বিপাকে পড়তে হবে তাদের। ওয়েলিংটনে অপরাজিত ১৭৪ রানের ইনিংস খেলার পর আবারও টেস্টে নিজের জায়গা পাকা করছিলেন গ্রিন। টপ অর্ডারে গ্রিন অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ সদস্য। ভারত সিরিজে তাকে না পাওয়া গেলে মিডল অর্ডারের ঘাটতি পূরণে স্টিভ স্মিথকে আবারও চারে ফিরিয়ে আনা হতে পারে।

সেই সঙ্গে উসমান খাওয়াজার সঙ্গী হিসেবে বিশেষজ্ঞ কোন ওপেনারকে একাদশে নিতে হতে পারে অজিদের। চলতি মাসের শুরুতে প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছিলেন, চোটের সমস্যা না থাকলে অস্ট্রেলিয়ার শীর্ষ ছয় ব্যাটার চূড়ান্ত। তবে স্মিথ চারে নাকি ওপেনিংয়ে ব্যাটিং করবেন সেটা খোলাসা করেননি তিনি।