বাংলাদেশ - সাউথ আফ্রিকা সিরিজ

দেশের মাটিতে সাকিবের খেলা নিয়ে সংশয় দেখছে না বিসিবি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:17 সোমবার, 23 সেপ্টেম্বর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর মাত্র কয়েকদিনের জন্য দেশে ফিরেছিলেন সাকিব আল হাসান। তবে মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে খেলতে জুলাইয়ের প্রথম সপ্তাহে দেশ ছেড়েছিলেন তারকা এই অলরাউন্ডার। যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শেষ করে সাকিব খেলতে গিয়েছিলেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে।

বাংলা টাইগার্সের হয়ে খেলা শেষ করেই বাংলাদেশের সাবেক অধিনায়ক পাড়ি জমিয়েছিলেন পাকিস্তান। যেখানে বাংলাদেশের হয়ে দুটি টেস্ট খেলেছেন তিনি। পাকিস্তান সফর শেষ করে সবাই দেশে ফিরলেও সাকিব সারের হয়ে কাউন্টি ক্রিকেটের ম্যাচ খেলতে গিয়েছিলেন ইংল্যান্ড। সারের হয়ে এক ম্যাচে ৯ উইকেট নেয়া বাঁহাতি স্পিনার সেখান থেকেই ভারতের বিমান ধরেন।

রোহিত শর্মা, বিরাট কোহলিদের বিপক্ষে চেন্নাই টেস্টেও খেলেছেন সাকিব। সবকিছু ঠিক থাকলে কানপুর টেস্টেও দেখা যাবে বাংলাদেশের সাবেক অধিনায়ককে। তবে সাকিবকে নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন দেশের মাটিতে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে পাওয়া নিয়ে। জুলাই-আগষ্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় একেবারে নিরব ছিলেন তিনি। আওয়ামী লীগ সরকারের এমপি থাকায় তাকে নিয়ে তৈরি হয়েছে অনেক প্রশ্নও।

শেখ হাসিনা পদত্যাগ করে চলে যাওয়ার পর সাকিবের নামে হত্যা মামলাও হয়েছে। যদিও জুলাই থেকে এখন পর্যন্ত দেশের বাইরে আছেন তিনি। মামলা হওয়ায় তিনি দেশে আসতে পারবেন কিনা তা নিয়ে একটা সংশয় আছে। যার ফলে শঙ্কা তৈরি হয়েছে প্রোটিয়াদের বিপক্ষে তাকে পাওয়া নিয়েও। তবে সাউথ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজে সাকিবের না খেলার কোন কারণ দেখছেন না শাহরিয়ার নাফিস।

বিসিবির ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ গণমাধ্যমকে বলেন, ‘সাকিব আল হাসানের ব্যাপারে মাননীয় উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টা ও আইন উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশ সরকার থেকে স্পষ্ট বার্তাটা আছে, যেই মামলাগুলো হয়েছে, এই ব্যাপারে কাউকে অন্যায়ভাবে হেনস্তা করা হবে না। আমরা মনে করি, সাকিবের ব্যাপারে এখন যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তারা সুস্পষ্টভাবে তাদের অবস্থান ব্যক্ত করেছে। চোটজনিত ও সিলেকশনজনিত কোনো সমস্যা যদি না থাকে, এখন পর্যন্ত বাংলাদেশে যে হোম সিরিজ আছে, এতে সাকিবের না খেলার কোনো কারণ আমি দেখছি না।’

চেন্নাই টেস্ট থেকে হাতের চোটের সমস্যায় ভুগছেন সাকিব। অস্ত্রোপচারের পুরনো জায়গায় নতুন করে আঘাত পাওয়ায় বোলিং করতে সমস্যা হচ্ছে তার। টেস্ট চলাকালীন ভারতের মুরালি কার্তিককে এমনটা নিজেই জানিয়েছিলেন সাকিব। একদিন নির্বাচক হান্নান সরকারও নিশ্চিত করেছেন আপাতত পর্যবেক্ষণে আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। এসবের বাইরে গিয়ে আলাদা কিছু নিয়ে সংশয় দেখছেন না ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ।

নাফিস বলেন, ‘সাউথ আফ্রিকা সিরিজের সিলেকশন যখন হবে, তখন নির্বাচকরা যখন দল ঘোষণা করবেন, তখন কোন ক্রিকেটার থাকবেন বা কোন ক্রিকেটার থাকবেন না, সেটা সম্পর্কে আমরা জানতে পারব। এখন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আছে, মাননীয় উপদেষ্টাগণ সুস্পষ্টভাবে তাদের মনোভাব ব্যক্ত করেছেন। আমি ব্যক্তিগতভাবে কোনো সংশয় দেখছি না।’