নিউজিল্যান্ড ক্রিকেট

নিউজিল্যান্ডের এশিয়া মিশনে যুক্ত হলেন হেরাথ-বিক্রম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:45 শুক্রবার, 06 সেপ্টেম্বর, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

নিউজিল্যান্ডের কোচিং স্টাফে যোগ দিচ্ছেন রঙ্গনা হেরাথ। তার পাশাপাশি ভারতের সাবেক ব্যাটিং কোচ বিক্রম রাঠোরও নিউজিল্যান্ডের কোচিং স্টাফে যোগ দিচ্ছেন। সামনেই এশিয়ায় ছয়টি টেস্ট ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। তার আগে উপমহাদেশের এই দুই বিচক্ষণ কোচকে স্বল্প সময়ের চুক্তিতে কোচিং স্টাফে যুক্ত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

বাংলাদেশের স্পিন বোলিং কোচের দায়িত্ব শেষ হওয়ার পর সেভাবে আর কোচিংয়ে দেখা যায়নি হেরাথকে। সামনে আফগানদের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজ খেলবে কিউইরা। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের একটি সিরিজ খেলবে দলটি।

ভারতের গ্রেটার নয়ডায় হবে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র ম্যাচটি। অপরদিকে শ্রীলঙ্কা সিরিজের দুটি টেস্টই হবে গলে। কন্ডিশনের কথা মাথায় রেখে হেরাথকে এই তিনটি টেস্টের জন্য স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে এনজেডসি।

হেরাথ তিন ম্যাচের জন্য হলেও বিক্রমকে কেবল আফগানিস্তান সিরিজের জন্য দলে নিয়েছে নিউজিল্যান্ড। ম্যাচটি ভারতের গ্রেটার নয়ডায় হওয়ার কারণেই বিক্রমের দ্বারস্থ হয়েছে তারা। ভারতীয় দলে লম্বা সময় ধরে কাজ করা বিক্রম কিছুদিন আগেই দায়িত্বের সমাপ্তি টেনেছেন।

নিউজিল্যান্ডের হেড কোচ গ্যারি স্টেড এই দুজনের ব্যাপারে বলেন, 'এই দুজনকেই বিশ্ব ক্রিকেটে বেশ উঁচু মানের কোচ হিসেবে মনে করা হয় এবং আমি জানি যে, আমাদের ছেলেরা তাদের কাছ থেকে শেখার জন্য মুখিয়ে আছে।'

'বিশেষ করে আমাদের তিন বাঁহাতি স্পিনার এজাজ (প্যাটেল), মিচ (সান্টনার) ও রাচিনের (রবীন্দ্র) জন্য হেরাথের সঙ্গে কাজ করা হবে দারুণ উপকারী। শ্রীলঙ্কায় আমরা দুটি টেস্টই খেলব গলে। এই ভেন্যুতে একশর বেশি উইকেট নিয়েছে সে। এই ভেন্যু নিয়ে তার ধারণা আমাদের জন্য হবে মহামূল্যবান।'

শ্রীলঙ্কা সফর শেষ করার পর ভারতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এই ছয়টি টেস্টের মধ্যে আফগানদের বিপক্ষে টেস্ট ম্যাচটি ছাড়া বাকি পাঁচটি টেস্টই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।