ভারতীয় ক্রিকেট

ভারতের কোচ না হওয়ার কারণ জানালেন নেহরা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:01 বৃহস্পতিবার, 25 জুলাই, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের ক্রিকেটে পরিচিত নাম আশিষ নেহরা। খেলোয়াড়ি জীবন শেষে কোচিংকেই পেশা হিসেবে বেঁছে নিয়েছেন তিনি। গুজরাট টাইটান্সকে জিতিয়েছেন আইপিএলের শিরোপা। তার হাত ধরে একবার আইপিএলের রানার্সআপও হয়েছে দলটি।

কদিন আগেই গুঞ্জন ছিল ভারতের কোচ হতে পারেন নেহরা। তবে তিনি ভারতের কোচ হতে আবেদনই করেননি। নানা জল্পনা কল্পনার পর ভারতের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন নেহরারই সাবেক সতীর্থ গৌতম গম্ভীর। এবার নেহরা জানিয়েছেন ভারতের কোচ হতে আবেদন না করার কারণ।

ভারতের কোচ হলে ৯ মাসই পরিবারের কাছ থেকে দূরে থাকতে হত। তাই ভারতের কোচ হতে কোনো আগ্রহই দেখননি তিনি। গম্ভীরেরও সন্তানরা ছোটো। তবে একেক জনের ভাবনা একেক রকম। তাই গম্ভীর তার নিজের দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন মনে করেন নেহরা।

সম্প্রতি গণমাধ্যমকে সাবেক ভারতীয় এই পেসার বলেছেন, ‘আমার পক্ষে ৯ মাস দলের সঙ্গে সফর করা সম্ভব নয়। আমি তাই ওরকমভাবে ভাবিনি। আমার সন্তানরা ছোট, গৌতির সন্তানরাও ছোট। কিন্তু সবার চিন্তাধারা একরকম হয়না। সেই জন্যই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।’

ভারতের কোচ হওয়ার পরই গৌতম গম্ভীর পছন্দের সাপোর্ট স্টাফদের কথা বোর্ডকে জানিয়েছিলেন। তবে সেখানে ছিল না নেহরার নাম। যদিও দুজনে লম্বা সময় গুজরাট টাইটান্সের দায়িত্ব সামলেছেন। এখনও ভারতের সাপোর্ট স্টাফের একটি পদ ফাঁকাই রয়েছে।