ভারতীয় ক্রিকেট

‘রোহিত-কোহলিরা শচিন-ধোনির মতোই, তাদের বিকল্প নেই’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 09:30 বৃহস্পতিবার, 18 জুলাই, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে ভারতের টি-টোয়েন্টি ক্রিকেটে শুরু হয়ে গেছে রোহিত শর্মা এবং বিরাট কোহলি পরবর্তী অধ্যায়। রোহিত-কোহলিদের জায়গায় ৪-১ ব্যবধানে জেতা এই সিরিজে খেলেছেন শুভমান গিল, অভিষেক শর্মারা। যদিও রোহিত-কোহলিদের বিকল্প কখনোই হবে না বলে মনে করছেন কপিল দেব।

কোহলি হয়তো রোহিতের চেয়ে একটু এগিয়ে থাকবেন। কারণ, আন্তর্জাতিক ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ ৮০ সেঞ্চুরির মালিক তিনি। তবে দলের প্রয়োজনে ব্যক্তিগত স্বার্থ ভুলে যেভাবে ব্যাটিং করেন রোহিত, সেটাও অনবদ্য।

সম্প্রতি তাদের প্রশংসায় ভাসিয়েছেন ১৯৮৩ সালে ভারতকে প্রথমবার বিশ্বকাপ জেতানো কপিল। ভারতের হয়ে একশ সেঞ্চুরি করা শচিন টেন্ডুলকার এবং আইসিসির সমস্ত শিরোপা জেতা মহেন্দ্র সিং ধোনির কাতারে রোহিত-কোহলিদের রাখছেন কপিল।

তিনি বলেন, ‘কোনো সংস্করণেই ভারতীয় দলে বিরাট ও রোহিতের জায়গা কেউ নিতে পারবে না। তারা ভারতীয় ক্রিকেটের বড় সেবক এবং এটা (টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা) তাদের জন্য একটি দারুণ বিদায় ছিল।’

‘বিরাট সব সংস্করণে নিজেকে যে উচ্চতায় তুলেছে, টি-টোয়েন্টিতে ভারত নিশ্চয়ই তার অভাব অনুভব করবে। দুজনেই শচীন টেন্ডুলকার ও মহেন্দ্র সিং ধোনির মতো। তাদের বিকল্প নেই।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পথে ফাইনালে ৭৬ রানের ইনিংস খেলেছিলেন কোহলি। অধিনায়ক রোহিতও টুর্নামেন্টজুড়ে অসাধারণ পারফর্ম করেছেন। টুর্নামেন্ট শেষ করে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক (২৫৭) হিসেবে।