আইসিসি র‌্যাঙ্কিং

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে ব্রুক, লম্বা লাফ গিলের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:50 বুধবার, 17 জুলাই, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্টে ইনিংস ও ১১৪ রানে জিতেছে ইংল্যান্ড। এই ম্যাচে হাফ সেঞ্চুরি পেয়েছিলেন হ্যারি ব্রুক। এমন পারফরম্যান্সের পর র‍্যাঙ্কিংয়েও সুখবর পেয়েছেন ইংল্যান্ডের এই ব্যাটার। সেরা সাতে জায়গা করে নিয়েছেন তিনি।

টেস্টে এটাই তার সেরা র‍্যাঙ্কিং। এর আগে ৯ নম্বরে একবার জায়গা পেয়েছিলেন এই ইংলিশ ব্যাটার। বুধবার হালনাগাদকৃত র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। সেখানেই টেস্টের ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছেন তিনি।

ইংল্যান্ডের আরও দুই ব্যাটার র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন। তারা হলেন জ্যাক ক্রলি ও ওলি পোপ। ক্রলির অবস্থান ১৩ নম্বরে জায়গা করে নিলেও পোপ আছেন ২৯ নম্বরে। এদিকে লর্ডস টেস্টে অভিষেক হওয়া জেমি স্মিথ ৭০ রানের ইনিংস খেলে ৭৫তম স্থানে থেকে র‍্যাঙ্কিংয়ে যাত্রা শুরু করেছেন।

টেস্টের ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে আছেন কিউই ব্যাটার কেন উইলিয়ামসন। তিনি ৮৫৯ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছেন। জো রুট ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ৬৮ রানের ইনিংস খেলে উইলিয়ামসনের সঙ্গে ব্যবধান কমিয়েছেন।

তিনি ৮৪০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছেন। বোলারদের র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষ স্থানে আছেন রবিচন্দ্রন অশ্বিন। দুই ও তিন নম্বরে আছেন যথাক্রমে জশ হ্যাজেলউড ও জসপ্রিত বুমরাহ। এদিকে ইংলিশদের হয়ে অভিষেকেই ১২ উইকেট নেয়া গাস অ্যাটকিনসন আছেন ৫২ নম্বরে।

অলরাউন্ডারদের তালিকায় আগের মতোই শীর্ষে আছেন রবীন্দ্র জাদেজা। এদিকে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে লম্বা লাফ দিয়েছেন ইয়াসভি জায়সাওয়াল। তিনি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জুড়ে ১৪১ রান করে ষষ্ঠ স্থানে উঠে এসেছেন। এগিয়েছেন শুভমান গিলও। তিনি ১৭০ রান করে ৩৬ ধাপ এগিয়েছেন।

এখন তার অবস্থান ৩৭তম স্থানে। টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে আগের মতোই আছেন ট্রাভিস হেড। দুই নম্বরে সূর্যকুমার যাদব ও ফিল সল্ট যৌথভাবে আছেন। বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন আদিল রশিদ। জিম্বাবুয়ের বোলারদের মধ্যে ব্লেসিং মুজারাবানি ৬ উইকেট নিয়ে ১১ ধাপ এগিয়েছেন।

৪৪ নম্বরে আছেন জিম্বাবুয়ের এই পেসার। ৩৬ ধাপ উন্নতি করেছেন ওয়াশিংটন সুন্দর। তিনি ৪৬ নম্বরে জায়গা করে নিয়েছেন। আর অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে আছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।