ইংল্যান্ড ক্রিকেট

ট্রেন্ট ব্রিজ টেস্টে ইংল্যান্ডের একাদশে উড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:12 বুধবার, 17 জুলাই, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

অবসরে যাওয়া জেমস অ্যান্ডারসনের জায়গায় দ্বিতীয় টেস্টের ইংল্যান্ড স্কোয়াডে ডাক পাওয়ার পর একাদশেও জায়গা পেলেন মার্ক উড। প্রথম টেস্টের একাদশ থেকে পরিবর্তন কেবল এই একটিই।

আগামী বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টটি মাঠে গড়াবে। এই উপলক্ষে মঙ্গলবার রাতেই একাদশ জানিয়ে দিয়েছে স্বাগতিকরা। সিরিজের প্রথম টেস্টে হেরে পিছিয়ে পড়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ।

লর্ডসে তারা ইনিংস ও ১১৪ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। বিদায়ী টেস্টে চার উইকেট নেন অ্যান্ডারসন। যদিও এই ম্যাচে ১২ উইকেট নিয়ে ক্যারিবীয়দের একাই ধসিয়ে দিয়েছেন অভিষেক ম্যাচ খেলা গাস অ্যাটকিনসন।

এই ম্যাচে সব আলো কেড়ে নিয়েছেন তিনিই। এমন পারফরম্যান্সের পর একাদশেও নিজের জায়গা ধরে রেখেছেন এই পেসার। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি কোনো বোলারের চতুর্থ সেরা বোলিং পারফরম্যান্সের রেকর্ডও বটে।

এদিকে এই মৌসুমে এখনও প্রথম শ্রেণির ম্যাচ খেলা হয়নি উডের। গত মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাঁচটি ম্যাচে খেলে এই পেসার উইকেট নেন তিনটি। লর্ডস টেস্টে বোলিং না পেলেও নটিংহ্যামে একাদশে টিকে গেছেন অফ স্পিনার শোয়েব বশির।

দ্বিতীয় টেস্টের ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলিভার পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ, ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, মার্ক উড, শোয়েব বশির।