টি-টোয়েন্টি বিশ্বকাপ

ইংল্যান্ড দলে ভিন্ন ভূমিকায় দেখা যাবে অ্যান্ডারসনকে

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:50 মঙ্গলবার, 02 জুলাই, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

২১ বছর আগে যে লর্ডসে টেস্ট অভিষেক হয়েছিল জেমস অ্যান্ডারসনের। সেখানেই ইংল্যান্ডের হয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলবেন ইংলিশ এই পেসার। ১০ জুলাই শুরু হতে যাওয়া ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি খেলেও অবশ্য দলের সঙ্গেই থাকবেন অ্যান্ডারসন। এমনটা নিশ্চিত করেছেন রব কি।

৪১ বছর বয়সী এই পেসার মূলত ভিন্ন ভূমিকায় থেকে যাবেন দলের সঙ্গে। ক্যারিয়ারের ইতি টানার পর ইংল্যান্ডের ফাস্ট বোলারদের মেন্টর বা পরামর্শকের ভূমিকা পালন করতে দেখা যাবে অ্যান্ডারসনকে।

এই ব্যাপারে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর রব কি বলেন, ‘লর্ডস টেস্টের পরেও জিমি (অ্যান্ডারসন) আমাদের দলের সঙ্গে থেকে যাবে। সে মেন্টর বা পরামর্শক হিসেবে দলকে সাহায্য করবে। ইংলিশ ক্রিকেটকে তার অনেক কিছুই দেওয়ার আছে। আমরা সেই সম্ভাবনার মৃত্যু চাই না।’

‘আমরা যখন তাকে এ ব্যাপারে জিজ্ঞেস করি, সে খুব আগ্রহ দেখিয়েছে। ভবিষ্যতে করার মতো অনেক কিছুই আছে তার জন্য। সে যদি খেলাটার সঙ্গে থেকে যায়, তবে ইংলিশ ক্রিকেট নিজেদের ভাগ্যবান ভাবতেই পারে।’

এদিকে ইংল্যান্ডের হয়ে খেলা ছাড়ার ঘোষণা দিলেও কাউন্টি চ্যাম্পিয়নশিপে এখনও ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলছেন। টেস্ট ক্রিকেট ছাড়লেও তিনি প্রথম শ্রেণির ক্রিকেট এখনই ছাড়বেন কি না, সেটা নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়ে গেছে।

অ্যান্ডারসনের পরবর্তী সিদ্ধান্তের ব্যাপারে রব কি আরও বলেন, ‘সে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলবে কি খেলবে না, সে বিষয়ে লর্ডস টেস্টের পরেই সিদ্ধান্ত নেবে।’ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ খেলবে ইংল্যান্ড।