টি- টোয়েন্টি বিশ্বকাপ

সাকিব-মাহমুদউল্লাহকে ছাড়াই পরিকল্পনা করতে বলছেন গিলক্রিস্ট

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:42 রবিবার, 23 জুন, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

৬ ম্যাচে তিন জয়ের বিপরীতে বাংলাদেশের হার তিনটিতে। জয়-পরাজয়ের হিসেবে এটিই বাংলাদেশের সবচেয়ে সফলতম টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০ ওভারের টুর্নামেন্টের এক আসরে সর্বোচ্চ তিন ম্যাচ জিতে সুপার এইটে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। যদিও সেরা আটে অস্ট্রেলিয়া এবং ভারতের বিপক্ষে বাজেভাবে হেরেছে নাজমুল হোসেন শান্তর। বিশ্বের অন্যতম শক্তিশালী দুটি দেশের সঙ্গে জেতার জন্য লড়াইটুকু করতে পারেনি তারা।

জয়ের পরিসংখ্যান দেখে সাকিব আল হাসানও জানালেন, বাংলাদেশ খুব একটা খারাপ করেনি। তবে জয়ের সংখ্যাটা একটু সরিয়ে রাখলে পারফরম্যান্স বিবেচনায় বলার মতো কিছুই করতে পারেননি বাংলাদেশের ক্রিকেটাররা। বোলারদের মাঝে তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমানরা ছিলেন উজ্জ্বল। তবে ব্যাটারদের কেউই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত একটা হাফ সেঞ্চুরি করেছে।

নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি বাদ দিলে বাকি কোন ম্যাচেই দেড়শ ছোঁয়া পুঁজি পায়নি বাংলাদেশ। এমনকি অ্যান্টিগার ব্যাটিং উইকেটেও বাংলাদেশ করতে পারেনি ১৪৬ রানের বেশি। একই মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা করেছিল ১৪০ রান। আধুনিক ক্রিকেটের সঙ্গে যা একেবারেই বেমানান। অনেকটা ২০১০ সালের সময়কার ক্রিকেট খেলছে বাংলাদেশ। টাইগাররা কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে সেটার একটা পথ বাতলে দিয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার জানিয়েছেন, তরুণ খেলোয়াড়দের টানা সুযোগ দেয়া উচিত এবং কয়েকটা পারফরম্যান্স খারাপ হলেই যেন না ছুঁড়ে ফেলা হয়। ক্রিকবাজের সঙ্গে আলাপকালে গিলক্রিস্ট বলেন, ‘বাংলাদেশের উচিত কিছু তরুণ খেলোয়াড়কে সুযোগ দেওয়া। তাদেরকে টানা খেলার সুযোগও দিতে হবে। কয়েকটা খারাপ পারফরম্যান্স গেলেই দল থেকে ছুঁড়ে ফেলা যাবে না।’

এবারের বিশ্বকাপে বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটারদের দুজন সাকিব এবং মাহমুদউল্লাহ রিয়াদ। এখন পর্যন্ত হওয়া নয়টি বিশ্বকাপেই খেলেছেন সাকিব। অথচ নিজের নবম বিশ্বকাপে এসে একটি হাফ সেঞ্চুরি বাদে বলার মতো কিছুই করতে পারেননি। মাহমুদউল্লাহও শ্রীলঙ্কার বিপক্ষে পারফর্ম করা বাদে বাকি কোন ম্যাচেই প্রত্যাশা মেটাতে পারেননি। গিলক্রিস্ট বলছেন, বাংলাদেশকে এগিয়ে যেতে সাকিব ও মাহমুদউল্লাহকে ছাড়া পরিকল্পনা করতে।

তিনি বলেন, ‘বাংলাদেশ দলে কারা ভিত্তি হবে সেটি তাদের ঠিক করতে হবে। দলের নেতা কে হবে, কাদেরকে সাথে নিয়ে এগিয়ে যাবে এসব ভাবার সময় এখন। মাহমুদউল্লাহ ও সাকিব তাদের ক্যারিয়ারের শেষ দিকে চলে এসেছে। তাদেরকে ছাড়াই এখন এগিয়ে যাওয়ার পরিকল্পনা কর‍তে হবে বাংলাদেশের।’

গ্রুপ পর্বে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ হারা নিয়ে গিলক্রিস্ট বলেন, ‘তারা সাউথ আফ্রিকার বিপক্ষে যেভাবে হেরেছে সেটি দলের আত্মবিশ্বাসের জন্য ভালো নয়। হ্যাঁ, এটির জন্য তারা সুপার এইটে উঠতে পারেনি এমন নয়। কিন্তু এসব ম্যাচে জয় মানসিকতায় অনেক প্রভাব ফেলতে পারে।’