টি-টোয়েন্টি বিশ্বকাপ

শেষটা সময়ের কাছে ছেড়ে দিলেন সাকিব

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 01:33 রবিবার, 23 জুন, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

অনেকের ধারণা এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষেই ২০ ওভারের ফরম্যাটকে বিদায় জানাবেন সাকিব আল হাসান। তবে এরকম কোনো পরিকল্পনা নেই এই অলরাউন্ডারের। ভারতের বিপক্ষে ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই অলরাউন্ডার জানিয়েছেন শেষটা সময়ের ওপর ছেড়ে নিয়েছেন তিনি।

ভারতের বিপক্ষে রোহতি শর্মার উইকেট তুলে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন সাকিব। মাইলফলকের ম্যাচে বাংলাদেশ হেরেছে ৫০ রানে। এরপর সাকিব জানিয়েছেন বিশ্বকাপ শেষে এসব নিয়ে ভাববেন তিনি। এই ব্যাপারে বোর্ড ও নিজের মতকে গুরুত্ব দেবেন তিনি।

এ প্রসঙ্গে সাকিব বলেন, 'শেষ কিনা জানি না। পৃথিবীতে যেকোনো সময় যেকোনো কিছু হওয়া সম্ভব। এটা তো সিদ্ধান্ত নেবে বোর্ড, আমারও ব্যক্তিগত সিদ্ধান্ত থাকতে হবে। এগুলো এখানে আলোচনার বিষয় না। সময়ের সাথে সাথে আলোচনা হতে পারে। বলেছিলাম তখন পর্যন্ত চিন্তা। চিন্তা পরিবর্তন হতেই পারে। এগুলো নিয়ে আমি চিন্তিত না। সামনে অনেক বিরতি আছে। নিজের উপর মনোযোগ দেওয়া যাবে।'

দলের প্রয়োজন হলে খেলা চালিয়ে যেতে চান সাকিব। তবে খেলা উপভোগ না করলে ভিন্ন সিদ্ধান্তও নিতে পারেন তিনি। এমনটাই ইঙ্গিত দিয়েছেন এই অলরাউন্ডার। চলতি বছর বাংলাদেশ ব্যস্ত সময় কাটাবে সাদা পোশাকের ক্রিকেটে। তাই আপাতত সেদিকেই নজর দিতে চান তিনি।

সাকিবের ভাষ্য, 'দলে প্রয়োজনীয়তা, দল যদি মনে করে দরকার আছে, আমি যদি মনে করি আমাকে দলে দরকার আছে, আমিও সেভাবে ইচ্ছা আছে, সব ঠিকঠাক থাকলে এটা খেলার বিষয়। উপভোগ না করলে তো খেলার বিষয় না। এগুলো সময়ের ব্যাপার। অনেক বড় গ্যাপ আছে। এখন টেস্ট বেশি খেলা হবে। স্বাভাবিকভাবে ফোকাস ওদিকেই চলে যাবে। সময়ের উপরই ছেড়ে দেই। সময় হলে সবাই সব জেনে যাবে।'

এবারের বিশ্বকাপে ব্যাটে-বলে সেরা ছন্দে নেই সাকিব। ৬ ইনিংসে ব্যাট করে ১১১ রানের পাশাপাশি ৫ ইনিংসে বল করে মাত্র ৩টি উইকেট নিয়েছেন তিনি। এমন পারফরম্যান্সের পর সাকিবের দলে জায়গা নিয়েও প্রশ্ন উঠেছে।