পাকিস্তান

পাকিস্তানের ক্রিকেট থেকে দূরে থেকে হাঁফ ছেড়ে বেঁচেছেন ওয়াসিম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:21 শনিবার, 22 জুন, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

মাঠে এবং মাঠের বাইরে সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তানের। কদিন আগেই টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে বাবর আজমের দল। পাকিস্তানের দলে অশান্তি চলছে সেটা গণমাধ্যমে বলেছেন দলটির প্রধান কোচ গ্যারি কারস্টেনও।

এর বাইরেও কদিন পরে পরেই পাকিস্তান নেতিবাচক কারণে সংবাদের শিরোনাম হয়। তবে এই জায়গায় ওয়াসিম আকরাম জড়িয়ে না থাকায় হাফ ছেড়ে বেঁচেছেন। রাজনৈতিক কারণে এক বছরের মধ্যে তিনজন সভাপতি পরিবর্তন হয়েছে পিসিবির।

পাকিস্তানের ব্যর্থতার এটাও অন্যতম কারণ মনে করেন ওয়াসিম। তিনি বলেছেন, ‘এক বছরে তিন সভাপতি বদলে গেল। রমিজ রাজা বরখাস্ত হয়েছেন। তিন মাসের জন্য এখানে এলেন নাজাম শেঠি। শেঠি চলে গেলেন এবং জাকা আশরাফ এলেন। চার বা পাঁচ মাস পর এলেন মহসিন নাকভি। আমার পরামর্শ তারা নেবেন না। এতে খুশি যে পাকিস্তান ক্রিকেট থেকে আমি দূরে আছি। কারণ বোর্ডে রাজনীতি, সমালোচনা এসবই বেশি হয়।’

২০২৩ বিশ্বকাপেও সেমি ফাইনালের আগেই বিদায় নেয় পাকিস্তান। এরপর সমালোচনার মুখে পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়কত্ব থেকেই সরে দাঁড়ান বাবর। এরপর শাহীন আফ্রিদিকে টি-টোয়েন্টি অধিনায়ক করা হয়। অবশ্য এক সিরিজ পরেই তাকে নেতৃত্ব থেকে সরিয়ে অধিনায়কত্ব ফিরিয়ে দেয়া হয় বাবরকে।

চলতি বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের কাছে ৪-১ ব্যবধানে পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ হারের পর নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হয় এই পেসারকে। এসব কারণে পাকিস্তানকে নিয়ে হাসাহাসি হয় বলে মনে করেন ওয়াসিম। তাই এসব কর্মকান্ড থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন এই সাবেক পেসার।

তিনি বলেছেন, ‘বাবর আজমকে অধিনায়কত্ব থেকে সরানো হলো। শাহিনকে আনা হয়েছিল। সে (শাহিন) একটা সিরিজ হারল ও সভাপতিও বদলে গেল একই সময়ে। তারপর তিনি এসে অধিনায়ক বদলে ফেললেন। বিশ্ব ক্রিকেটে আমাদের নিয়ে হাসাহাসি হয়।’