টি-টোয়েন্টি বিশ্বকাপ

বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৫ উইকেট নেয়ার স্বপ্ন দেখেন তাসকিন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:59 শনিবার, 22 জুন, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে হার একটু হলেও ব্যাকফুটে ঠেলে দিয়েছে বাংলাদেশকে। তবে শনিবার ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে নাজমুল হোসেন শান্ত'র দলের। কিন্তু এই ম্যাচে হেরে গেলেই সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে যাবে বাংলাদেশের।

অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এখন পর্যন্ত টি-টোয়েন্টির বিশ্বআসরে ৪ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। আর ৪ বারই জয় নিয়ে মাঠ ছেড়েছেন রোহিত-কোহলিরা।
আর মোট ১৩ বারের দেখায় টি-টোয়েন্টিতে মাত্র একবার জিতেছে বাংলাদেশ।

এসবের মাঝে তাসকিন আহমেদ জানিয়েছেন, ভারতকে হারিয়ে সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখতে চায় বাংলাদেশ। ম্যাচ পুর্বপরতী সংবাদ সম্মেলনে এই পেসার জানিয়েছেন, ভারতকে হারাতে ও সেমি ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে লাল-সবুজের দলকে করতে হবে এক্সট্রা অর্ডিনারি পারফরম্যান্স।

অন্যদিকে স্টার স্পোর্টসের সঙ্গে আলাপকালে তাসকিন আবার জানিয়েছেন, ভারতের বিপক্ষে বিশ্বকাপে পাঁচ উইকেট নেয়া তার স্বপ্ন। সট তাসকিন 'ভারতের বিপক্ষে খেলাটা বরাবরই উজ্জীবিত করে আমাকে। উপমহাদেশের বোলার হিসেবে কোহলি-রোহিতের উইকেট নিলে আমি অনেক আনন্দিত হব। বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৫ উইকেট নেয়া যে কোন বোলারেরই স্বপ্ন, আমারও স্বপ্ন।'

আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখে নিজের অভিষেক সিরিজেই আলো ছড়িয়েছিলেন তাসকিন। মিরপুরে ভারতের বিপক্ষে ৮ ওভারে ২৮ রান খরচায় নিয়েছিলেন ৫ উইকেট। এবার ১০ বছর পর অ্যান্টিগায় মাঠে নামার আগে একই স্বপ্ন দেখছেন তিনি।

তা ছাড়া সাকিব আল হাসান মনে করেন, চলতি আসরে বাংলাদেশের বোলিং অ্যাটাক খুবই ভালো। ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে ভালো কিছু করার ক্ষমতা আছে তাদের। সেই সঙ্গে ব্যাটিং দিয়েও প্রতিপক্ষকে ঘায়েল করার ক্ষমতা আছে বাংলাদেশের।

সট 'আমার মনে হয় এবারের বিশ্বকাপে আমাদের বোলিং অ্যাটাকটা খুব ভালো। এই ধরণের কন্ডিশনে আমরা ভালো কিছুর করার ক্ষমতা রাখি। যে ধরণের বোলিং অ্যাটাক আমাদের আছে। ব্যাটিং বিভাগেরও কাজ আছে। কতখানিক ইতিবাচক ও ভয়ডরহীন ক্রিকেট আমরা খেলতে পারি। কন্ডিশন বুঝে খেলতে পারাটাই হবে আমাদের সাফল্যের চাবিকাঠি।'

গ্রুপ পর্বে শ্রীলংকা, নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে শেষ আট নিশ্চিত করে বাংলাদেশ। কিন্তু সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টি আইনে ২৮ রানে হেরে পিছিয়ে গিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। শনিবার ভারতের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ২৫জুন আফগানিস্তানের বিপক্ষে সেণ্ট ভিসসেন্টে লড়বে টাইগাররা।