টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভারতকে হারাতে 'এক্সট্রা অর্ডিনারি' পারফর্ম করতে চায় বাংলাদেশ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:29 শুক্রবার, 21 জুন, 2024
|| ডেস্ক রিপোর্ট ||
 
গ্রুপ পর্বে শ্রীলংকা, নেদারল্যান্ডস ও নেপালকে হারিয়ে সুপার এইটের টিকিট পেয়েছিল বাংলাদেশ। কিন্তু অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার বিপক্ষে হতাশায় ডুবতে হয় নাজমুল হোসেন শান্তর দলকে। শেষ আটের লড়াইয়ে মিচেল মার্শের দলের বিপক্ষে বৃষ্টি আইনে ২৮ রানে হেরে গিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হেরে যাওয়ায় প্রভাব পড়েছে নেট রান রেটেও। ফলে টেবিলে আফগানিস্তানের থেকেও নীচে অবস্থান করছে লাল-সবুজের দল। তবে ২১জুন ঘুরে দাঁড়ানো সুযোগ পাচ্ছে বাংলাদেশ। কারণ অ্যান্টিগায় ভারতের বিপক্ষে খেলতে নামবেন সাকিব-শান্তরা।

ঘুরে দাঁড়ানোর ম্যাচ হলেও প্রতিপক্ষ ভারত হওয়ায় কাজটা একেবারেই সহজ হবে না বাংলাদেশের। কারণ ইতোমধ্যে আফগানিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে রোহিত শর্মার দল। আর বাংলাদেশের বিপক্ষে জিতলেই যে তাদের সেমিফাইনালের পথ অনেকখানি সহজ হয়ে যাবে।

তাসকিন আহমেদ অবশ্য মনে করেন, ভারতের মতো দলকে হারানোর ক্ষমতা আছে বাংলাদেশের। তবে বিশ্বের অন্যতম সেরা দলকে হারাতে যে বিশেষ কিছুই করতে হবে তাদের সেটা তিনি ভালো করেই জানেন। কিন্তু হেরে গেলেই যে সেমিফাইনালের আশা শেষ সেটাও মাথায় রাখছেন তাসকিনরা।
 
তাসকিন বলেন, 'মেসেজ একটাই যে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই আমাদের এক্সট্রা অর্ডিনারি পারফর্ম করতে হবে, যদি সেমিফাইনাল খেলতে হয়। ভারতের বিপক্ষে স্পেশালি। কারণ এই ম্যাচ হেরে গেলে তখন আর সেমিফাইনাল খেলার স্বপ্নও থাকবে না তাই পরের ম্যাচটা। ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। সব ম্যাচেই তো সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি, ভুলের পরিমাণ কম থাকলেই আশা করি ইতিবাচক কিছু হবে।'
 
'অ্যান্টিগা ও বার্বাডোস। এই দুইটা ভেন্যুর উইকেট কিন্তু ভালো। এছাড়া অন্য ভেন্যু ও ইউএসএতে সব টিমের ব্যাটারা কম বেশী স্ট্রাগল করেছে। আমরা এর থেকে ব্যাটার ব্যাট করতে পারি, কিন্তু দুর্ভাগ্য যে পারিনি। পারিনাই এটা বলে লাভও নেই যেহেতু পরের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। ব্যাটিং-বোলিং দুইটাই ভালো করতে হবে কারণ ইন্ডিয়া বিশ্বের অন্যতম সেরা দল। ওদের সঙ্গে খেলতে হলে আমাদের এক্সট্রা অর্ডিনারি কিছু করতে হবে' আরও যোগ করেন তিনি।  
 
সুপার এইটে অস্ট্রেলিয়ার কাছে হেরে ব্যাকফুটে চলে গিয়েছে বাংলাদেশ। অ্যান্টিগায় ২১ জুন বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ভারতের বিপক্ষে মাঠে নামবে শান্তবাহিনী। এরপর ২৫জুন আফগানিস্থানের বিপক্ষে সেন্টি ভিনসেন্টে খেলবে বাংলাদেশ।