টি-টোয়েন্টি বিশ্বকাপ

আফগানিস্তানকে উড়িয়ে সুপার এইট শুরু ভারতের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 00:13 শুক্রবার, 21 জুন, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

জসপ্রিত বুমরাহ-কুলদীপ যাদবদের সামনে দাঁড়াতেই পারেনি আফগানিস্তান। গ্রুপ পর্বে চমক দেখিয়ে সুপার এইটে যাওয়া আফগানদের ব্যাটে-বলে রীতিমতো উড়িয়ে দিয়েছে ভারত। তাদেরকে ৪৭ রানে হারিয়ে সুপার এইটের প্রথম ম্যাচে বড় জয় তুলে নিয়েছে রোহিত শর্মার দল।

এই ম্যাচে আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে ভারত। সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে আফগানরা। ২৩ রানের মধ্যে তারা উপরের সারিতি তিন ব্যাটারকে হারিয়ে ফেলে তারা। চতুর্থ উইকেটে গুলবাদিন নাইব ও আজমতউল্লাহ ওমরজাই মিলে যোগ করেন ৪৪ রান।

নাইব ১৭ ও ওমরজাই ২৬ রান করে আউট হলে আবারও বিপর্যয়ে পড়ে আফগানরা। নাজিবউল্লাহ জাদরান ১৯ ও মোহাম্মদ নবি ১৪ রান করে আফগানদের সংগ্রহ একশ পাড় করেছেন। তবে শেষ দিকে আর্শদীপ সিংয়ের তোপে ১৩৪ রানেই অল আউট হয়ে যায় আফগানস্তান।

ভারতের হয়ে চার ওভারে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট নেন বুমরাহ। ৩৬ রান খরচায় ৩টি উইকেট পেয়েছে আর্শদীপও। এ ছাড়া কুলদীপ যাদব ২টি ও অক্ষর প্যাটেল নেন একটি উইকেট।

এই ম্যাচে টসে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাটিংয়ে নেমে মাত্র ৮ রান করে ফিরে যান অধিনায়ক রোহিত শর্মা। বিরাট কোহলি ও ঋষভ পান্ত মিলে এরপর ভারতের ইনিংস টানেন। যদিও দুজনই ইনিংস বড় করতে ব্যর্থ হয়েছেন। 

পান্ত ১১ বলে ২০ ও কোহলি ২৪ বলে ২৪ রান করে ফিরে যান। এরপর শিভম দুবেও আউট হন ১০ রান করে। তবে সূর্যকুমার যাদবের ২৮ বলে ৫৩ ও হার্দিক পান্ডিয়ার ২৪ বলে ৩২ রানের ইনিংসে বিশাল পুঁজি পায় ভারত। আফগানিস্তানের হয়ে ৩টি করে উইকেট নেন ফজলহক ফারুকি ও রশিদ খান। একটি উইকেট যায় নাভিন উল হকের ঝুলিতে।