টি- টোয়েন্টি বিশ্বকাপ

নামিবিয়াকে হারিয়ে অস্ট্রেলিয়ার জয়ের অপেক্ষায় ইংল্যান্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 09:31 রবিবার, 16 জুন, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

সুপার এইটে যাওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখতে নামিবিয়ার বিপক্ষে জিততেই হতো ইংল্যান্ডকে। বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য ১০ ওভারে নেমে এলেও আটকানো যায়নি জস বাটলারদের। বৃষ্টি আইনে নামিবিয়াকে ৪১ রানে হারিয়ে নিজেদের কাজটা করে রাখল ইংল্যান্ড। সেরা আটে যেতে হলে অস্ট্রেলিয়ার জয় চাওয়া ছাড়া আর কিছু করার নেই তাদের। ম্যাচ শেষে বাটলারও তাই জানালেন, রাতের ম্যাচে সমর্থন দেবেন চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে।

স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ইংল্যান্ড ও নামিবিয়ার ম্যাচ শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত সাড়ে ১১ টায়। তবে দফায় দফায় বৃষ্টি হওয়ায় খেলা শুরু হয় বাংলাদেশ সময় রাত দুইটা সময়। যার ফলে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে ১১ ওভারে। মাঝে আবারও বৃষ্টি এলে শেষ পর্যন্ত এটিকে কমিয়ে আনা হয় ১০ ওভারে।

এমন ছোট পরিসরের ম্যাচে নামিবিয়ার লক্ষ্য ছিল ১২৬ রান। কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে কখনই জয়ের আশা জাগাতে পারেননি তারা। ইনিংসের প্রথম ৫ ওভারে কোন উইকেট না হারালেও ম্যাচ জিততে যে ধরনের ব্যাটিং করতে হতো সেটা করতে পারেননি নামিবিয়ার দুই ওপেনার। যার ফলে প্রথম ওভারে বিনা উইকেটে ৩৪ রানের বেশি তুলতে পারেনি। ফলে নিজে থেকে মাঠ ছাড়েন ডেভিন।

নামিবিয়ার এই ওপেনারের ব্যাট থেকে এসেছে ১৬ বলে ১৮ রান। তিন নম্বরে ডেভিড ভিসে আসতেই রানের গতি বাড়ে তাদের। ইনিংসের অষ্টম ওভারে আদিল রশিদের উপর চড়াও হন ভিসে। দুই ছক্কা ও এক চারে সেই ওভার থেকে আসে ২০ রান। যদিও ততক্ষণে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় নামিবিয়ানরা। ম্যাচের শেষ দিকে এসে ওপেনার মাইকেল ভ্যান লিনগেনকে ফেরান ক্রিস জর্ডান।

ডানহাতি এই পেসারের স্লটে পড়া ডেলিভারিতে লং অনের উপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে হ্যারি ব্রুকের হাতে ক্যাচ দিয়েছেন ২৯ বলে ৩৩ রান করা লিনগেন। ম্যাচ জিততে শেষ ওভারে নামিবিয়ার প্রয়োজন ছিল ৪৬ রান। জফরা আর্চার অবশ্য ৪ রানের বেশি দেননি। সেই সঙ্গে তুলে নিয়েছেন ১২ বলে ২৭ রান করা ভিসের উইকেট। নামিবিয়া ৮৪ রানে থামলে জয় নিশ্চিত হয় ইংল্যান্ডের।

এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি ইংলিশরা। দ্বিতীয় ওভারে রুবেন ট্রাম্পেলমানের লেংথে পড়ে ভেতরে ঢোকা ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরেছেন বাটলার। পরের ওভারে আরেক ওপেনার ফিল সল্টকে স্লোয়ার ডেলিভারিতে বোকা বানিয়ে বিদায় করেছেন ভিসে। তবে দারুণ ব্যাটিংয়ে ইংল্যান্ডের রান বাড়িয়েছেন হ্যারি ব্রুক ও জনি বেয়ারস্টো।

২০ বলে অপরাজিত ৪৭ রান করেছেন ব্রুক। এ ছাড়া বেয়ারস্টো ৩১ রান করেছেন। শেষদিকে মঈন আলী ৬ বলে ১৬ এবং লিয়াম লিভিংস্টোন ৪ বলে ১৩ রান করেছেন। তাতে ১০ ওভারের ম্যাচে ৫ উইকেটে ১২১ রান তোলে ইংল্যান্ড। তবে বৃষ্টিআইনে নামিবিয়ার লক্ষ্য দাঁড়ায় ১২৬ রান। এদিকে নামিবিয়ার হয়ে ট্রাম্পেলমান দুটি উইকেট নিয়েছেন।