টি-টোয়েন্টি বিশ্বকাপ

৪০ রানে অল আউট উগান্ডা, বড় জয় পেল নিউজিল্যান্ড

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:18 শনিবার, 15 জুন, 2024

|| ডেস্ক রিপোর্ট || 

টি-টোয়েন্টি বিশ্বকাপে আগের ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩৯ রানে অল আউট হয়েছিল উগান্ডা। তারা এবার নিউজিল্যান্ডের বিপক্ষে ৪০ রানে অল আউট হয়েছে। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে নিউজিল্যান্ডের।

উগান্ডার অল্প রান ৯ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে কিউইরা। তাও আবার ৫.২ ওভারেই। এর মধ্যে এবারের বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল দলটি। এই ম্যাচে উগান্ডার ইনিংসে ধস নামিয়েছেন দুই কিউই পেসার টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।

সাউদি মাত্র ৪ রানে ৩ উইকেট শিকার করেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪ ওভারের স্পেলে এটি সেরা ইকোনমির রেকর্ড। সাউদি ভেঙেছেন উগান্ডারই ফ্রাঙ্ক এনসুবুগার রেকর্ড। তিনি পাপুয়া নিউগিনির বিপক্ষে ২ মেডেনসহ নিয়েছিলেন ৪ রানে ২ উইকেট।

বোল্ট নিয়েছেন ৭ রানে ২ উইকেট। পাশাপাশি বল হাতে ভেলকি দেখিয়েছেন মিচেল স্যান্টনার ও রাচিন রবীন্দ্র। দুজনই দুটি করে উইকেট পেয়েছেন। উগান্ডার হয়ে ২ অঙ্ক পেরুতে পেরেছেন কেবল কেনেথ ওয়াসোয়া। তিনি সর্বোচ্চ ১৮ বলে ১১ রান করেন।

এই মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে ফিন অ্যালেন  ও ডেভন কনওয়ে ২৪ রানের জুটি গড়েন। অ্যালেন ৯ রান করে আলী শাহর নলে এজ হয়ে ফিরে যান উইকেটের পেছনে ক্যাচ দিয়ে। এরপর রাচিনকে নিয়ে কিউদের জয় পাইয়ে দিয়ে মাঠ ছাড়েন কনওয়ে।

কনওয়ে ১৫ বলে ২২ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। ১ বলে ১ রান করে অপরাজিত ছিলেন রাচিন। 'সি' গ্রুপ থেকে আগেই সুপার এইট নিশ্চিত করেছে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। ৩ ম্যাচ খেলে নিউজিল্যান্ডের পয়েন্ট এখন ২। ৪ ম্যাচে এক জয়ে সমান পয়েন্ট উগান্ডারও। ৩ ম্যাচ খেললেও কোনো জয়ের মুখ দেখেনি পাপুয়া নিউগিনি। তারা রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে।