টি- টোয়েন্টি বিশ্বকাপ

শান্তর অধিনায়কত্বের প্রশংসায় মালিক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:58 শুক্রবার, 14 জুন, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

ব্যাট হাতে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না নাজমুল হোসেন শান্তর। ব্যাটার হিসেবে পারফর্ম করতে না পারলেও অধিনায়কত্বে মাথার খেল দেখিয়ে বাংলাদেশকে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন তিনি। শ্রীলঙ্কা ও সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচের মতো নেদারল্যান্ডসের সঙ্গেও বোলিং, ফিল্ডিং পরিবর্তন ও সঠিক সময়ে সঠিক বোলারকে ব্যবহারে বাজিমাত করেছেন অধিনায়ক শান্ত। বাংলাদেশের অধিনায়ককে তাই প্রশংসায় ভাসিয়েছেন শোয়েব মালিক।

সাকিব আল হাসানকে পরপর দুই বলে দুই ছক্কা মারা বিক্রমজিত সিং উড়িয়ে সীমানা ছাড়া করেছেন রিশাদ হোসেনের বলেও। বাংলাদেশের বোলারদের বিপক্ষে ক্রমশই আক্রমণাত্বক হয়ে উঠছিলেন বাঁহাতি এই ব্যাটার। এমন সময় মাহমুদউল্লাহ রিয়াদের হাতে বল তুলে দেন শান্ত। অধিনায়কের আস্থার প্রতিদানও দিয়েছেন ডানহাতি এই অফ স্পিনার।

মাহমুদউল্লাহর বলে বেরিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পিং হয়েছেন লিটন দাসের কল্যাণে। প্রথম দুই ওভারে খরুচে রিশাদকেও দারুণভাবে ব্যবহার করেছেন শান্ত। ইনিংসের ১৫তম ওভারে রিশাদকে বোলিংয়ে আনতেই তরুণ এই লেগ স্পিনার ফিরিয়েছেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট ও বাস ডি লিডকে। নিজের পরের ওভারে লগান ভ্যান বিককেও আউট করেছেন রিশাদ। যা পুরো ম্যাচের চিত্র বদলে দিয়েছে।

বিক্রমজিতের বিপক্ষে মাহমুদউল্লাহকে বোলিংয়ে এনে সাফল্য পাওয়ায় অধিনায়ক শান্তর প্রশংসা করেছেন মালিক। পাকিস্তানের তারকা এই অলরাউন্ডার হাম স্পোর্টসের ‘দ্য ফ্লিক’ শোতে বলেন, ‘নেদারল্যান্ডসের ব্যাটিং অর্ডারের প্রথম ৫ ব্যাটসম্যানের সবাই শুরু পেয়েছে। আজকের ম্যাচে অধিনায়কত্ব গুরুত্বপূর্ণ ছিল।

‘ওদের বিক্রমজিত সাকিবের বলে দুটি ও রিশাদের বলে একটি ছক্কা মেরেছে। অধিনায়ক হিসেবে সে (নাজমুল) তখন তৎপর ছিল। সঙ্গে সঙ্গে সে মাহমুদউল্লাহকে বোলিংয়ে নিয়ে আসে। কারণ, বাঁহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে ডানহাতি স্পিনাররা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সেটাই হয়েছে। মাহমুদউল্লাহ এসে উইকেট নিয়ে নেয়।’

বিশ্বকাপের তিন ম্যাচেই বল হাতে বাজিমাত করেছেন মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও রিশাদ। ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশন বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মিল থাকায় আরও বাড়তি সুবিধা পাচ্ছেন বোলাররা। কাটার, স্লোয়ারে ডাচ ব্যাটারদের বোকা বানানো মুস্তাফিজের প্রশংসা করেছেন মালিক। তিনি মনে করেন, ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে বাংলাদেশের বোলিং আক্রমণ দারুণ।

মালিক বলেন, ‘তাদের বোলিং আক্রমণ দারুণ, বিশেষ করে এই ওয়েস্ট ইন্ডিজ কন্ডিশনে। যেখানে স্পিনারদের বড় ভূমিকা থাকে। বাংলাদেশের কাছে মুস্তাফিজ আছে, ওর স্লোয়ার বল যারা বেশি খেলেনি, তাদের জন্য বোঝাটা কঠিন। সেটাই দেখা গেছে ম্যাচে। নেদারল্যান্ডসের ব্যাটসম্যানদের জন্য স্লোয়ার কঠিন হয়ে গিয়েছিল। যে কারণে মুস্তাফিজ ৪ ওভার বোলিং করে মাত্র ১২ রান দিয়েছে, ১ উইকেট নিয়েছে।’