টি- টোয়েন্টি বিশ্বকাপ

২ কিলোমিটার দৌড়াতে ২০ মিনিট নেন আজম খান!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:06 শুক্রবার, 14 জুন, 2024

||ডেস্ক রিপোর্ট ||

এবারের বিশ্বকাপটা সমালোচনা শুনতে শুনতেই পার করতে হচ্ছে পাকিস্তানের। ব্যাট-বলে হতাশাজনক পারফর্ম করা পুরো দলকে নিয়েই হচ্ছে আলোচনা। শুধু পুরো দল নয়, আলাদা আলাদা করে খেলোয়াড়দের ধরেও হচ্ছে সমালোচনা। তাদেরই একজন আজম খান।

বিশ্বকাপের প্রথম ম্যাচেই আজম ফিরেছেন ডাক মেরে। পাকিস্তান দলে সুযোগ পাওয়ার পর থেকেই একদম ভালো করতে পারছেন না তিনি। পাকিস্তানের পারফরম্যান্স খারাপ হওয়ায় সেটি বেড়েছে আরও।

এর মধ্যে পাকিস্তান দলের সাবেক টিম ডিরেক্টর মোহাম্মদ হাফিজ আজম খানকে নিয়ে কথা বলেছেন। গত বছর তিন মাসের জন্য পাকিস্তানের দায়িত্বে থাকা হাফিজ জানিয়েছেন, তার কথাও শোনেননি আজম খান। ফিটনেস নিয়ে কাজ করতেও নাকি তার কোনো আগ্রহ ছিল না।

হাফিজ বলেন, ‘আমি প্রথমবার ওকে দেখেই বলেছিলাম ফিটনেসের দিকে মনোযোগ দাও, দ্রুত শরীরের মেদ কমাও। এরকম শরীর নিয়ে খেলা অসম্ভব, আর দ্বিতীয় তো সুযোগ পেলেই তোমায় পারফর্ম করতে হবে। ফিটনেসে জোর দাও, নাহলে ফিল্ডিং ভালো করতে পারবে না।’

‘ওর ট্রেনারকে সব বুঝিয়ে বলে দিয়েছি, কীভাবে তাকে ট্রেনিং দিয়ে ফিট করতে হবে। এরপর ৬ সপ্তাহ পর যখন ট্রেনিংয়ের পর ওকে দেখি, একইরকম শরীর রয়েছে। এক ফোটাও মেদ ঝড়ায়নি। বাকিরা যদি ২ কিলোমিটার দৌড়াতে ১০ মিনিট সময় নেয় তাহলে ও নেয় ২০ মিনিট।’

এখন অবধি পাকিস্তানের হয়ে ১৪ টি-টোয়েন্টি খেলেছেন আজম। ১৩৩ স্ট্রাইক রেট ও ৮.৮০ গড়ে তিনি করেছেন মাত্র ৮৮ রান। এমন অবস্থাতেও ফিটনেসের উন্নতিতে নজর না দেওয়ায় আজম খানের আচরণকে অপেশাদার হিসেবে দেখছেন হাফিজ।

তিনি বলেন, ‘যখন ওকে প্রশ্ন করলাম যে কেন ঠিক মতো ফিটনেস ট্রেনিং করেনি, কোনও জবাব দেয়নি। শুধু বললো ও চেষ্টা করেছে, কিন্তু তাও ফিট হতে পারেনি, এটা চূড়ান্ত অপেশাদারিত্ব।’