আইপিএল

পাঞ্জাবকে ছিটকে দিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখল বেঙ্গালুরু

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 00:28 শুক্রবার, 10 মে, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে আলোচনা তুঙ্গে। এবার ব্যাট হাতেই জবাব দিলেন ভারতের এই ব্যাটার। পাঞ্জাব কিংসের বিপক্ষে খেললেন ৪৭ বলে ৯২ রানের ঝড়ো ইনিংস। এই ম্যাচে কোহলির স্ট্রাইক রেট ছিল ১৯৫ এর উপরে। কোহলির এমন ইনিংসে ভর করে ২৪১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

এরপর বোলারদ্র তোপে পাঞ্জাব কিংসকে ৬০ রানে হারিয়েছে ফাফ ডু প্লেসির দল। এই জয়ের ফলে কাগজে কলমে বেঙ্গালুরুর প্লে অফের আশা এখনও বেঁচে রয়েছে। ১২ ম্যাচে ১০ পয়েন্ট নয়ে এখনও ৭ নম্বরে থাকলেও তিন নম্বরে থাকা সানরাইজার্স হায়দরাবাদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে রয়েছে বেঙ্গালুরু। অন্যদিকে প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে পাঞ্জাব।

বেঙ্গালুরুর দেয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রত্যাশিত শুরু পায়নি পাঞ্জাব। দলীয় ৬ রানের তারা হারায় প্রাভসিমরান সিংয়ের উইকেট। এরপর দ্বিতীয় উইকেটে ৬৫ রান যোগ করেন জনি বেয়ারস্টো ও রাইলি রুশো। এই দুজনের ব্যাটেই জয়ের স্বপ্ন দেখেছিল পাঞ্জাব।

যদিও এই দুই ব্যাটার আউট হওয়ার পর আর কেউ দাঁড়াতে পারেননি। বেয়ারস্টো ১৬ বলে ২৭ রান করে আউট হন আর রুশোর ব্যাট থেকে আসে ২৭ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস। শশাঙ্ক সিং বেশ ভালো শুরু করেছিলেন। তবে ১৯ বলে তার ৩৭ রানের ইনিংস শেষ হয়েছে রান আউটে কাটা পড়ে।

অধিনায়ক স্যাম কারান করেছেন ২২ রান। আর কেউই বলার মতো রান করতে পারেননি। বলে বড় ব্যবধানের হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে পাঞ্জাবকে। বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ। আর দুটি করে উইকেট পেয়েছেন স্বপ্নিল সিং, লকি ফার্গুসন ও কর্ন শর্মা।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় ১৯ রানে অধিনায়ক ফাফ ডু প্লেসি ফিরে যান। ১২ রান করে আউট হয়ে যান আগের ম্যাচে সেঞ্চুরি করা উইল জ্যাকস। এরপর রজত পাতিদারকে নিয়ে বেঙ্গালুরুর ইনিংস টানেন কোহলি। 

দুজনে মিলে ৭৬ রানের অনবদ্য এক জুটি গড়েন। পাতিদারকে নিয়েই ৩২ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন কোহলি। ২৩ বলে ৫৫ রান করে আউট হন রজত পাতিদার। ৩টি বাউন্ডারির সঙ্গে ৬টি ছক্কা এসেছে তার ব্যাট থেকে। এরপর ক্যামেরন গ্রিনকে নিয়ে বেঙ্গালুরুকে পথ দেখার কোহলি।

এই জুটিতে তারা যোগ করেন আরও ৯২ রান। কোহলি ও গ্রিন বেঙ্গালুরুর সংগ্রহ দুশ পাড় করেন। ২১১ রানের মাথায় আউট হন কোহলি। দুইবার জীবন পাওয়া কোহলি থামেন ৯২ রানে। এরপর গ্রিনের ২৭ বলে ৪৬ ও দীনেশ কার্তিকের ৭ বলে ১৮ রানের ইনিংসে বিশাল পুঁজি নিশ্চিত করে বেঙ্গালুরু।

পাঞ্জাবের হয়ে ৩টি উইকেট নেন হার্শাল প্যাটেল। ২টি উইকেট গেছে ভিদওয়াত কাভেরাপ্পার ঝুলিতে। একটি করে উইকেট নিয়েছেন আর্শদীপ সিং ও স্যাম কারানের ঝুলিতে। পাঞ্জাবের প্রায় প্রত্যেক বোলারই ওভার প্রতি ৯ এর উপরে রান খরচা করেছেন।