পিএসএল

আইপিএল চলার সময় পিএসএলকে স্থায়ী করতে চায় পিসিবি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:51 রবিবার, 05 মে, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

সাধারণত মার্চ থেকে মে মাসের মধ্যে আড়াই মাস ধরে অনুষ্ঠিত হয়ে থাকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এবার সেই সময়ের মাঝে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) আয়োজন করতে যায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই ব্যাপারে ইতোমধ্যেই ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে যোগাযোগ করেছে পিএসএল আয়োজকরা।

চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে আগামী বছরের পিএসএল একটু পিছিয়ে নিতেই হতো। দিনক্ষণ নির্ধারণ না করলেও পিসিবি প্রাথমিকভাবে ঠিক করেছে, আগামী পিএসএল হবে ৭ এপ্রিল থেকে ২০ মে'র মধ্যে। ফলে জানুয়ারি-মার্চের এই আসরটি চলে যাবে মার্চ থেকে মে মাসের মধ্যে। এই সময়টিকে চিরস্থায়ী করার সিদ্ধান্ত নিয়েছে পিএসএল আয়োজকরা।

আইপিএলের সঙ্গে ‘প্রতিদ্বন্দ্বিতা’ করার লক্ষ্যে নয়, অন্য কিছু বিষয়ে জোর দিতেই এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে পিসিবি। মূলত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি সময়টায় অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ, সাউথ আফ্রিকায় এসএ টোয়েন্টি, বাংলাদেশে বিপিএল, আবু ধাবিতে টি-টেন লিগ ও আইএল টি-টোয়েন্টিও আয়োজিত হয়।

সেই সময়টায় ভালো মানের বিদেশি ক্রিকেটার পাওয়া অনেক কঠিন হয়ে যায়। পিএসএলের নতুন সময় নির্ণয়ের ক্ষেত্রে এটি বড় একটি কারণ। জানা গেছে,আইপিএলের নিলামের পর পিএসএলের ড্রাফট করার চিন্তাভাবনা করছে পিসিবি, যাতে করে আইপিএলে অবিক্রীত বিদেশি ক্রিকেটারদের স্বচ্ছভাবেই পাওয়া যায়।

এ ছাড়া আগামী কয়েক বছর ফেব্রয়ারি-মার্চে রমজান মাসও থাকবে। সেই সময়টায় খেলার সময়ে বদল আনতে হয়, আবার মাঠে দর্শক উপস্থিতিও খাকে কম। এ ছাড়া স্পন্সরশিপ ও বিজ্ঞাপন থেকে আয়ও কম হয় রমজান মাসে। সবকিছু মিলিয়ে আগামীতে ফেব্রুয়ারি মাসে পিএসএল আয়োজনের পক্ষে নয় পিসিবি।

টুর্নামেন্টের ছয় ফ্র্যাঞ্চাইজির সঙ্গে পিসিবি একটি বৈঠকে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছে। জানা গেছে, দুটি ফ্র্যাঞ্চাইজি এই সময়টায় টুর্নামেন্ট আয়োজনের পক্ষে আছে। বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোর কোনোটি বিপক্ষে, কোনোটি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। চলতি মাসের শেষ দিকের সভায় এসব চূড়ান্ত হয়ে যাবে বলে আশা করছে পিসিবি।