আইপিএল

আইপিএল থেকে ছিটকে যাচ্ছেন চাহার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:45 শনিবার, 04 মে, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

পাঞ্জাব কিংসের বিপক্ষে বোলিংয়ের সময় চোটে পড়েছিলেন দীপক চাহার। হ্যামস্ট্রিংয়ের চোটে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ থেকে ছিটকে যাওয়ার শঙ্কা ছিল ডানহাতি এই পেসারের। শেষ পর্যন্ত সেই শঙ্কাই সত্যি হচ্ছে। চোটের কারণে আইপিএল থেকে ছিটকে যেতে পারেন চাহার।

সবশেষ কয়েক বছর ধরেই চোটের সঙ্গে লড়াই করছেন চাহার। আইপিএলের কয়েক মৌসুমে পুরো আসরে খেলতে পারেননি ডানহাতি এই পেসার। এবারের আসরেও শুরুর দিকে বেশ কয়েকটি ম্যাচ মিস করেছেন তিনি। পাঞ্জাবের বিপক্ষে পাওয়া চোট এবার ছিটকে দিতে পারে পুরো আইপিএল থেকেই।

চেন্নাইয়ের ৭ উইকেটে হারা ম্যাচে ইনিংসের প্রথম ওভারে চাহারের হাতে বল তুলে দেন রুতুরাজ গায়কোয়াড়। দুই বল করার পরই চোটে পড়েন তিনি। যার ফলে তখনই মাঠ ছাড়তে হয় চাহার। ডানহাতি এই পেসার উঠে যাওয়ায় ওভারটি শেষ করেন শার্দুল ঠাকুর। ম্যাচ শেষে প্রধান কোচ স্টিভেন ফ্লেমিং চাহারকে নিয়ে দুর্ভাবনার কথা জানিয়েছিলেন।

ফ্র্যাঞ্চাইজির প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথ অবশ্য এখনও ছিটকে যাওয়ার কথা বলছেন না। বিশ্বনাথ বলেন, ‘দীপকের ইনজুরিটা সুবিধাজনক না। আমি এটা বলবো না যে সে পুরো সিজন থেকে ছিটকে গেছে কিন্তু তাকে নিয়ে সন্দেহ আছে।’ নিজেদের পরের ম্যাচেও পাঞ্জাবের বিপক্ষে খেলবে চেন্নাই।

নিজেদের ১১তম ম্যাচটি খেলার জন্য হিমাচল প্রদেশের ধর্মশালা স্টেডিয়ামে পৌঁছেছে তারা। যদিও দলের সঙ্গে ধর্মশালায় যাননি চাহার। আপাতত চেন্নাইয়ে অবস্থান করছেন ডানহাতি এই পেসার। এ প্রসঙ্গে চেন্নাইয়ের প্রধান নির্বাহী বলেন, ‘সে চেন্নাইয়ে অবস্থান করছে। আমরা মেডিকেল বিভাগের রিপোর্টের জন্য অপেক্ষা করছি।’

এদিকে চাহারের মতো ইনজুরিতে ভুগছেন মায়াঙ্ক যাদব। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের তরুণ এই পেসার গতি দিয়ে আলোচনায় এসেছেন। যদিও আইপিএলের এবারের আসরে খেলার মাঝেই দুবার চোটে পড়েছেন তিনি। তাকে নিয়েও শঙ্কায় রয়েছে লক্ষ্ণৌ। চাহারের মতো টুর্নামেন্টের বাকি অংশ থেকে ছিটকে যেতে পারেন তিনি।