বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

লিটন পরিশ্রম করছে, এটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ: হেম্প

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:50 শনিবার, 04 মে, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

ব্যাট হাতে একেবারেই ভালো সময় যাচ্ছে না লিটন দাসের। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে টানা দুই শূন্যের পর ওয়ানডে দল থেকেই বাদ পড়েছিলেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ব্যর্থ হয়েছেন এই ডানহাতি ব্যাটার।

আউট হয়েছেন মাত্র ১ রান করে। ফর্মে ফেরার জন্য জিম্বাবুয়ে সিরিজটি লিটনের দারুণ সুযোগ। বাংলাদেশ দলের ব্যাটিং কোচ ডেভিড হেম্প জানিয়েছেন লিটন নিজেকে ফিরে পেতে অনেক পরিশ্রম করছেন। কিন্তু ম্যাচে সফল হতে পারছেন না। তারা আশায় আছেন দ্রুতই রানে ফিরবেন লিটন।

এ প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হেম্প বলেন, 'সে হয়ত রান পাচ্ছে না কিন্তু নিজের খেলাটা নিয়ে সে অনেক পরিশ্রম করছে। এটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। সে প্রতিনিয়ত আরও ভালো হওয়ার চেষ্টা করে যাচ্ছে। প্লেয়াররা এমন সময়ের মধ্য দিয়ে যাবে কখনও তারা রান করবে কখনও আবার করবে না। এখন হয়ত সে অতটা ধারাবাহিক নয়। তবে সে এটি নিয়ে কাজ করছে এবং কঠোর পরিশ্রম করছে। এটাই বেশি গুরুত্বপূর্ণ।'

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরুর আগে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলেছেন লিটন। প্রাইম ব্যাংকের বিপক্ষে অপরাজিত ৫৬ ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৩৩ রানের ইনিংস খেলেছিলেন। এরপর অনেকেই হয়তো ভেবেছিলেন রানের ধারায় ফিরেছেন লিটন।

যদিও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে এর প্রতিফলন দেখা যায়নি। অনেকে মনে করছেন লিটনের সমস্যাটি মানসিক। যদিও হেম্প মনে করেন নতুন বলে খেলা যেকোনো ব্যাটারের জন্যই বেশ কঠিন। লিটনও এই সমস্যাতেই পড়ছেন। তবে লিটনের পরিশ্রম নিয়ে কোনো সন্দেহ নেই এই টাইগার কোচ।

লিটনের ওপর আস্থা রেখে বলেছেন, 'আসলে কাজটি অনেক কঠিন। নতুন বল অনেক সময় এদিক সেদিক করে গত রাতে যা করল। এখানে ব্যাট করাটা কঠিন কারণ নতুন বলের চ্যালেঞ্জ থাকে। তবে সে কঠোর পরিশ্রম করে যাচ্ছে এগিয়ে যাওয়ার জন্য এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার।'