চ্যাম্পিয়ন্স ট্রফি

চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি আইসিসিতে, ভারতের সব ম্যাচ এক শহরে

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:54 বৃহস্পতিবার, 02 মে, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

আগামী ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। এই টুর্নামেন্ট নিয়ে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে পাকিস্তান। এরই মধ্যে খসড়া সূচিও তৈরি করে ফেলেছে তারা। সেই সূচি এখন আইসিসির টেবিলে।

এই টুর্নামেন্ট নিয়ে এখনও নিজেদের মন্তব্য জানায়নি ভারত। পাকিস্তানের আয়োজনে গত এশিয়া কাপেও অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছিল ভারত। তাদের আপত্তিতেই সেবার এশিয়া কাপ আয়োজন করা হয়েছিল হাইব্রিড পদ্ধতিতে। ভারত তাদের সব ম্যাচ খেলেছিল শ্রীলঙ্কায়।

পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারত বিভিন্ন শর্ত জুড়ে দিতে পারে। সেই কথা মাথায় রেখেই ভারতের সব ম্যাচ রাখা হয়েছে একটি শহরেই। গুঞ্জন আছে ভারতের সব ম্যাচ রাখা হয়েছে লাহোরে। এ ছাড়া এই টুর্নামেন্টের ভেন্যু হিসেবে রাখা হয়েছে করাচি ও রাওয়ালপিন্ডি স্টেডিয়ামকেও।

ক্রিকেট পাকিস্তান তাদের একটি প্রতিবেদনে লিখেছে, অবকাঠামোগত এবং নিরাপত্তা ঝুঁকি কমাতেই ভারতের ম্যাচগুলো রাখা হয়েছে একটি ভেন্যুতেই। ভারতকে স্টেডিয়ামের কাছের হোটেলেই রাখার পরিকল্পনা করছে পাকিস্তান। এমনটাই জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম জিও নিউজ।

ভারতের একটি সূত্র জিও নিউজকে বলেছে, ‘পাকিস্তান সফরের ব্যাপারে যেকোনো সিদ্ধান্ত ভারত প্রস্তাবিত হিসেবে বিবেচনা করে যাবে। বছরের শেষ দিকে বিসিসিআই যখন (ভারত) সরকারের কাছে অনুমোদন চাইবে, আমরা তখনই জানাতে পারব। পাকিস্তানের সঙ্গে ভারত সরকারের সম্পর্ক তখন কোন পর্যায়ে থাকবে, সেটার ওপর নির্ভর করছে।’

সব চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত আছে পাকিস্তান। নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেছেন, ‘আমরা পুরো চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তানেই আয়োজন করতে চাই। আমরা এরই মধ্যে আইসিসিতে সূচি জমা দিয়েছি। আইসিসির নিরাপত্তা দল পাকিস্তানে এসেছিল। তারা আমাদের আয়োজন দেখে খুব খুশি।’