আইপিএল

বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার দিনে ২৪ লাখ রুপি জরিমানা হার্দিকের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:20 বুধবার, 01 মে, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

গতকাল দুপুরে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা করা হয়। অনেকটা চমক দেখিয়ে সেই দলে জায়গা করে নেন হার্দিক পান্ডিয়া। রোহিত শর্মার ডেপুটি হিসেবে জাতীয় দলে জায়গা করে নেন তিনি। গতকাল রাতেই মার্কাস স্টইনিসের অলরাউন্ড পারফরম্যান্সে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে চার উইকেটে হারে মুম্বাই ইন্ডিয়ান্স। দল হারার পর স্লো ওভার রেটের কারণে জরিমানাও গুনেছেন হার্দিক।

একটি বিবৃতিতে এমনটাই জানিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। স্লো ওভার রেটের কারণে মোট ২৪ লাখ রুপি জরিমানা গুনছেন মুম্বাই ইন্ডিয়ান্সের নয়া অধিনায়ক। এর আগে পাঞ্জাব কিংসের বিপক্ষে স্লো ওভাররেটের কারণে জরিমানা গুনেন হার্দিক।

এ নিয়ে দ্বিতীয়বার একই রকম কাজ করায় এবার ১২ লাখের জায়গায় ২৪ লাখ রুপি জরিমানা গুনছেন তিনি। একইসাথে দলের বাকি সদস্যদের ম্যাচ ফি'র ২৫ শতাংশ (প্রায় ছয় লাখ রুপি) জরিমানা করা হয়েছে।

এক বিবৃতিতে আইপিএল ম্যানেজমেন্ট বলেছে, 'লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচে স্লো ওভারে রেটের কারণে মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে।'

'হার্দিকের দল দ্বিতীয়বার এই ভুল করেছে। আইপিএলের নিয়ম অনুযায়ী মন্থর বোলিং করলে জরিমানা করা হয়। দ্বিতীয়বার এই ভুল করায় মুম্বাইয়ের অধিনায়ককে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে। ইমপ্যাক্ট প্লেয়ারসহ একাদশের বাকি সদস্যদের ছয় লাখ রুপি জরিমানা করা হয়েছে।'

চলতি আইপিএলে দশ ম্যাচে মাত্র তিনটিতে জিতেছে মুম্বাই। ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার নয় নম্বরে আছে দলটি। প্লে-অফ থেকে অনেকটাই ছিটকে গেছে মুম্বাই। কেবল কাগজে-কলমেই তাদের সম্ভাবনা টিকে আছে।