পাকিস্তান- নিউজিল্যান্ড সিরিজ

পাকিস্তানের সঙ্গে ড্র করেই খুশি কিউই অধিনায়ক ব্রেসওয়েল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:40 রবিবার, 28 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

আইপিএল চলায় প্রথম সারির ক্রিকেটারদের ছাড়াই পাকিস্তান সফরে এসেছিল নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি তারা শেষ করেছে ২-২ ব্যবধানে। সিরিজ ড্র করতে পারায় দারুণ খুশি নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল।

সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে মাত্র ৯০ রানে গুঁটিয়ে যায় কিউইরা। ম্যাচটি স্বাগতিকরা জিতে নেয় সাত উইকেটের ব্যবধানে। তৃতীয় টি-টোয়েন্টি থেকে খুব ভালো করেই ঘুরে দাঁড়ায় কিউইরা।

আগে ব্যাটিং করে পাকিস্তান ১৭৮ রান করলেও সাত উইকেট হাতে রেখে সেই লক্ষ্য তাড়া করে নিউজিল্যান্ড। সিরিজের চতুর্থ ম্যাচটি চার রানে জিতে সিরিজ জমিয়ে দেয় ব্রেসওয়েলের দল। যদিও গতরাতের ম্যাচটি হারতে হয়েছে ব্রেসওয়েলদের।

ম্যাচ শেষে ব্রেসওয়েল বলেন, 'এই সিরিজে দারুণ একটি প্রতিবিম্ব দেখতে পেলাম আমরা। আমি খুব খুশি এখানে এসে এসব কন্ডিশনে কীভাবে খেলতে হয় সেটা শিখতে পেরে। পাকিস্তানকে কৃতিত্ব জানাতেই হয়। তারা সত্যিকার অর্থেই দারুণ খেলেছে।'

'সেরা ক্রিকেটারদের বিপক্ষে ভিন্ন ভিন্ন কন্ডিশনে খেলতে পারাটা দারুণ। আপনার নিজেকে বাজিয়ে নেয়াও দারুণ। আমি মনে করি যেভাবে এই কন্ডিশনে আমরা যেভাবে মানিয়ে নিয়েছি এবং যেভাবে খেলেছি সেটা সত্যিকার অর্থেই দারুণ।'