আইপিএল

আইপিএল শেষ হতেই বাদ পরতে পারে 'ইমপ্যাক্ট প্লেয়ার' নিয়ম!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:41 শনিবার, 20 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

ক্রিকেট ১১ জনের খেলা, ১২ জনের নয়। কিছুদিন আগেই ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে এমন মন্তব্য করেছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। মূলত এই নিয়মের কারণে অলরাউন্ডারদের গুরুত্ব কমছে। একই ধারণা অনেক সাবেক ক্রিকেটারদের। তাই এবার নিয়মটি বিবেচনায় আনার কথা জানিয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান অরুণ ধুমাল।

২২ গজের খেলায় দারুণ ভূমিকা পালন করে থাকেন অলরাউন্ডাররা। কিন্তু ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম আসার পরই একাদশে গুরুত্ব হারাচ্ছে ব্যাটে, বলে পারদর্শী ক্রিকেটাররা। যার সব থেকে বড় উদাহরণ হিসেবে শিবম দুবে ও ওয়াশিংটন সুন্দরকে টেনে ছিলেন রোহিত। যেখানে চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার দুবে আইপিএলের গত দুই বছরে কোনও বলই করেননি।

মূলত ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মে একাদশের বাইরে আরেকজন ক্রিকেটার খেলাতে পারে দলগুলো। সেই সুযোগ নিয়ে ১২ তম ক্রিকেটার হিসেবে একজন স্পেশালিষ্ট ব্যাটার কিংবা বোলার খেলিয়ে থাকে দলগুলো। ফলে সময়ের সঙ্গে অলরাউন্ডারদের চাহিদা কমছে। তাই রোহিত বলেছিলেন এই নিয়ম দর্শকদের বিনোদন দিলেও তিনি এর ভক্ত নন।

‘ক্লাব প্রেইরি ফায়ার’ পডকাস্টে কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টের প্রশ্নের জবাবে রোহিত বলেছিলেন, ‘ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মের আমি ভক্ত নই। এটা অলরাউন্ডারদের পেছনে টেনে ধরবে, আর দিন শেষে ক্রিকেট ১১ জনের খেলা, ১২ জনের নয়। আশপাশের মানুষের জন্য বিনোদনমূলক করার জন্য আপনি খেলা থেকে অনেক কিছু নিয়ে নিচ্ছেন।’

রোহিতের সঙ্গে একমত ছিলেন গিলক্রিস্ট নিজেও। এছাড়া টম মুডি ছাড়াও অনেকেই এই নিয়মের সমালোচনা করেছেন। ফলে নিয়মটি নিয়ে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াও (বিসিসিআই) ভাবছেন। একই উদ্বেগ আইপিএল কাউন্সিলের চেয়ারম্যান অরুণের। ফলে দলগুলোর সঙ্গে এই নিয়ম নিয়ে আলোচনার কথা জানিয়েছেন তিনি।

দ্যা টেলিগ্রাফে দেয়া এক সাক্ষাতকারে অনুণ বলেন, 'যেহেতু নিয়মটি নিয়ে একটি পর্যবেক্ষণ করা হয়েছে, তাহলে আমরা অবশ্যই এটা দেখব। সকলের সঙ্গে এটা নিয়ে আমরা আলোচনা করব। সকল নিয়মের বিভিন্ন সুবিধা এবং অসুবিধা রয়েছে। ব্যাপারটা এমন না যে,আমরা নিয়ম করলাম আর পরিবর্তন হবে না... মৌসুম শেষ হওয়ার পর আমরা এটা নিয়ে আলোচনা করার জন্য উন্মুক্ত।