আইপিএল

হাঁটুর চোট নিয়েই আইপিএলে খেলছেন ধোনি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:21 মঙ্গলবার, 16 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

হাঁটুর চোট নিয়েই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলছেন মহেন্দ্র সিং ধোনি। এই উইকেটরক্ষক ব্যাটারের চোট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে চেন্নাই দলের ম্যানেজমেন্টের। তবে এনিয়ে উদ্বিগ্ন নন ধোনি। তিনি অনুশীলনেও লম্বা সময় দিচ্ছেন নিজেকে। ম্যাচেও নিজের সেরা উজাড় করে দিচ্ছেন।

ধোনির চোটের বিষয়টি নিশ্চিত করেছেন চেন্নাইয়ের বোলিং পরামর্শক এরিক সিমন্স। মুম্বাই ইন্ডিয়ান্সের সর্বশেষ ম্যাচে হার্দিক পান্ডিয়াকে টানা তিনটি ছক্কা হাঁকিয়েছিলেন ধোনি। ৪ বলে ২০ রান করে ম্যাচ শেষ করেছিলেন। মুম্বাইয়ের বিপক্ষে এই ২০ রানের ব্যবধানেই জয় পেয়েছিল চেন্নাই। এরপরই প্রকাশ্যে এসেছে ধোনির চোটের বিষয়টি।

ধোনির চোট নিয়ে সিমন্স বলেন, 'ধোনি নেটে দুর্দান্ত ব্যাট করছে। মাঠেও ঠিক তেমনই খেলেছে। অবিশ্বাস্য ব্যাপার। টুর্নামেন্ট শুরুর আগে থেকেই ভালো ফর্মে রয়েছে সে। ব্যাট-বলে ভালো সংযোগ হচ্ছে। আসলে তার চোট নিয়ে সকলে একটু চিন্তিত। ধোনি নিজে অবশ্য তেমন উদ্বিগ্ন নয়।'

ধোনি অবশ্য নিজের চোট নিয়ে অজুহাত দাঁড় করাচ্ছেন না। এই উইকেটরক্ষক ব্যাটারকে শক্ত মনের অধিকারী আখ্যা দিয়ে সিমন্স বলেন, 'আমার দেখা অন্যতম কঠিন মানসিকতার মানুষ ধোনি। ওর যন্ত্রণা হচ্ছে কি না বা কতটা হচ্ছে, সেটাও আমরা জানি না। অথচ ধোনি খেলে চলেছে। দলের প্রয়োজনে সবই করছে। হাঁটুর সমস্যা ওর পারফরম্যান্সেও প্রভাব ফেলছে না।'

ধোনির চোট নিয়ে আরও খোলাসা করে সিমন্স বলেন, ‘ধোনির অবশ্যই চোট রয়েছে। হালকা হলেও আছে। সেটা অগ্রাহ্য করেই খেলছে। যা যা করা প্রয়োজন, সবই করছে। আমরা সকলে তার চোট নিয়ে উদ্বিগ্ন। শুধু দলের কথা বলছি না। ক্রিকেটপ্রেমীরাও ধোনিকে নিয়ে উদ্বিগ্ন। অনেকেই তার চোট নিয়ে কথা বলছেন। অথচ ধোনি তেমন কিছুই বলছে না।’

শুধু এবারই নয় আইপিএলের গত আসরেও হাঁটুর চোট নিয়ে খেলেছেন ধোনি। এরপর অস্ত্রোপচারও করাতে হয়েছিল তাকে। তবে সেই চোট পুরোপুরি সেরে ওঠেনি। এবারের আইপিএলে কয়েক ম্যাচের পরই তাকে পায়ে আইস প্যাক লাগিয়ে হাঁটতেও দেখা গেছে।