আইপিএল

লক্ষ্ণৌতে উইলির বদলি হেনরি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:47 শনিবার, 30 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরুর আগমুহূর্তে ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান ডেভিড উইলি। ফলে বিপাকে পড়তে হয় তার দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে। এবার উইলির বদলি খুঁজে পেয়েছে দলটি। কিউই পেসার ম্যাট হেনরিকে দলে ভিড়িয়েছে দলটি।

গতবারের আইপিএল নিলামে দুই কোটি টাকা দিয়ে উইলিকে দলে ভিড়িয়েছিল লক্ষ্ণৌ। গত দুই আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলা উইলির প্রতি প্রত্যাশাও ছিল বেশি। হেনরিকে অবশ্য আরও কম দামে দলে ভেড়ায় লক্ষ্ণৌ। এক কোটি ২৫ লাখ রুপিতে এই কিউই পেসারকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

ক্যারিয়ারে ১৩১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন হেনরি, যেখানে ১৫১টি উইকেট নিয়েছেন তিনি। এর আগে ২০১৭ সালের আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলেন হেনরি, দুই ম্যাচে কেবল একটি উইকেট নেন তিনি। তার আগে চেন্নাই সুপার কিংসে ছিলেন হেনরি, যদিও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।

এদিকে উইলিকে না পাওয়ার কারণটা অবশ্য চোট নয়। মূলত গত ২ মাস ধরে ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যস্ত ছিলেন ইংলিশ এই পেস বোলিং অলরাউন্ডার। এ সময় আবুধাবি নাইট রাইডার্সের হয়ে ইন্টারন্যাশনাল লিগ টি-২০ তে খেলছেন।

তারপর মুলতান সুলতানসের হয়ে পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) খেলেছেন উইলি। গত ১৮ মার্চ দলটির হয়ে ফাইনাল ম্যাচেও ছিলেন তিনি। মূলত লম্বা সময় ক্রিকেট খেলার ধকল কাটাতেই কয়েকদিনের জন্য বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

এর আগে আরেক ইংলিশ তারকা মার্ক উড আইপিএল থেকে নাম সরিয়ে নেয়ার কারণে বিপদে পড়ে লক্ষ্ণৌ। মূলত এই দুই পেসারকে ঘিরেই নিজেদের বোলিং আক্রমণের পরিকল্পনা ঠিক করেছিল ফ্র্যাঞ্চাইজিটি।