পাকিস্তান ক্রিকেট

পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন বাবর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:29 শুক্রবার, 29 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

বাবর আজম দায়িত্ব ছাড়ার পর অধিনায়ক হিসেবে মাত্র একটি সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন শাহীন শাহ আফ্রিদি। এক সিরিজ পরই অধিনায়কত্ব কেড়ে নেয়া হচ্ছে বাঁহাতি এই পেসারের কাছ থেকে। গত কদিন ধরে এমন তথ্যই দিচ্ছে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো। এদিকে সাদা বলের ক্রিকেটে বাবরকে দায়িত্ব দেয়ার গুঞ্জনও উঠেছে দেশটির ক্রীড়াঙ্গনে।

২০২৩ সালে ভারতের মাটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপে প্রত্যাশিত ফল পায়নি পাকিস্তান। সেরা চারে উঠতে না পারার পর খানিকটা জোর করেই নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে বাবরকে। সময়ের অন্যতম সেরা ব্যাটারদের একজন হিসেবে বিবেচিত বাবর দায়িত্ব ছাড়ার পর পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক করা হয় শাহীন আফ্রিদিকে।

লাহোর কালান্দার্সকে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শিরোপা জেতানো বড় ভূমিকা রেখেছিল বাঁহাতি এই পেসারের অধিনায়ক হওয়ার ক্ষেত্রে। দায়িত্ব পাওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দিয়েছেন শাহীন আফ্রিদি। যেখানে মাত্র একটি ম্যাচে জিততে পেরেছে পাকিস্তান।

কদিন আগে শেষ হওয়া পিএসএলে লাহোরকেও সেমিফাইনালে তুলতে পারেননি তিনি। যার ফলে নেতৃত্ব হারানোর শঙ্কা জাগে বাঁহাতি এই পেসারের। সেটাকে আরও বেশি উসকে দিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। লাহোরে সংবাদ সম্মেলনে তিনি নিশ্চিত করেছিলেন টি-টোয়েন্টি অধিনায়ক নিয়ে খুব দ্রুতই সিদ্ধান্ত নেয়া হবে।

পিসিবি চেয়ারম্যানের এমন মন্তব্যের পর অধিনায়ক হিসেবে নাম উঠে আসে মোহাম্মদ রিজওয়ানের। তবে ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, অধিনায়ক হিসেবে বাবরকে চাইছে পিসিবি। ইএসপিএন ক্রিকইনফোর তথ্য অনুসারে, বাবরকে ওয়ানডে এবং টি-টোয়েন্টির নেতৃত্ব দিতে যাচ্ছে পিসিবি। যদিও এখনও অধিনায়ক হওয়া নিয়ে সিদ্ধান্ত নেননি বাবর।

শাহীন আফ্রিদিকে টি-টোয়েন্টির নেতৃত্ব থেকে সরিয়ে দিলেও টেস্টে বহাল থাকছেন শান মাসুদ। বাবর পদত্যাগ করার পর পাকিস্তানের টেস্ট অধিনায়ক করা হয় বাঁহাতি এই ব্যাটারকে। শান মাসুদের অধীনে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেললেও একেবারেই সুবিধা করতে পারেনি পাকিস্তান। যদিও তার উপর আস্থা রাখতে চাইছে পিসিবি।