যুক্তরাষ্ট্রের দলে নিউজিল্যান্ডের দ্রুততম সেঞ্চুরিয়ান অ্যান্ডারসন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:20 শুক্রবার, 29 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

২০১৫ সালে শহীদ আফ্রিদির রেকর্ড ভেঙে মাত্র ৩৬ বলে সেঞ্চুরি হাঁকান কোরি অ্যান্ডারসন। এরপর নিউজিল্যান্ডের জার্সিতে ২০১৫ বিশ্বকাপ মাতিয়েছেন এই অলরাউন্ডার। কিন্তু ২০২০ সালে অবসরের ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। এবার দেশটির হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় তিনি।

আগামী মাসেই কানাডার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে যুক্তরাষ্ট্র। সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক দেশটি। যেখানে ৩৩ বছর বয়সী সাবেক কিউই অলরাউন্ডারের নামও রয়েছে।

নিউজিল্যান্ডের হয়ে ২০১২ সালে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল অ্যান্ডারসনের। এরপর দলটির জার্সি জড়িয়ে তিন সংস্করণে খেলছেন ৯৩টি ম্যাচ। এ সময় তার ব্যাট থেকে এসেছে ২ হাজার ২৭৭ রান। রয়েছে ৯০টি উইকেট। ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ফাইনালে তোলার পেছনে ২৩১ রান ও ১৪ উইকেট নিয়ে বড় অবদান রেখেছিলেন তিনি।

দেশের হয়ে সবশেষ ২০১৮ সালে খেলেছিলেন অ্যান্ডারসন। ২০২০ সালে যুক্তরাষ্ট্রে আসার পর খেলেছেন দেশটির মাইনর লিগ ক্রিকেটে (এমআইএলসি)। যেখানে ব্যাট হাতে ২৮ ইনিংসে ১৪৬ স্ট্রাইক রেটে করেন ৯০০ রান। এ ছাড়া মেজর লিগে ক্রিকেটের সবশেষ আসরে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে পাঁচ ম্যাচে ৪৭.৪ গড়ে ১৯০ রান করেন তিনি।

যুক্তরাষ্ট্রের ঘরোয়া লিগে তিন বছর খেললেই জাতীয় দলে ঢোকার সুযোগ থাকে। সেই অনুযায়ী দলে নাম লিখিয়েছেন অ্যান্ডারসন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসের ৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের হাউস্টনের প্রেইরি ভিউ স্টেডিয়ামে অ্যান্ডারসনের অভিষেক হবে যুক্তরাষ্ট্রের হয়ে। সিরিজের বাকি ম্যাচগুলোও যথাক্রমে ৯, ১০, ১২ ও ১৩ এপ্রিল একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

যুক্তরাষ্ট্রের দল

মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স (সহ-অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, গাজানন্দ সিং, জেসি সিং, সৌরভ নেত্রাভালকার, নিসর্গ প্যাটেল, স্টিভেন টেলর, অ্যান্ড্রিস গাউস, হারমিত সিং, শ্যাডলি ভ্যান শালকউইক, নস্টুশ কেনজিগে, মিলিন্দ কুমার, নীতীশ কুমার ও উসমান রফিক।