আইপিএল

ব্যর্থতার ভয় কাবু করে নিয়েছিল রাসেলকে

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:45 শুক্রবার, 29 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

ব্যাটে-বলে কলকাতা নাইট রাইডার্সের অন্যতম ভরসার নাম আন্দ্রে রাসেল। যদিও আইপিএলের গত আসরে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। ১৪ ম্যাচে ২২৭ রানের সঙ্গে ৭টি উইকেট নিয়েছিলেন। এমন পারফরম্যান্সের পর আবারও ঘুরে দাঁড়াতে কঠোর পরিশ্রম করেছেন তিনি।

এর ফল পেয়েছেন হাতেনাতে। ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে কলকাতাকে ম্যাচ জেতাতে বড় ভূমিকা রেখেছেন রাসেল। আট নম্বরে ব্যাট করতে নেমে ৩টি চার ও ৭টি ছক্কার সাহায্যে ২৫ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত ছিলেন রাসেল।

হাফ সেঞ্চুরি পেয়েছিলেন মাত্র ২০ বলে। এমন মেজাজে ব্যাটিং ধরে রাখতে পারলে কলকাতার জন্যই দারুণ ব্যাপার হবে। রাসেল নিজেই জানিয়েছেন আইপিএলের গত আসরে তার মাইন্ডসেট ঠিক ছিল না তার। ব্যর্থতার ভয় কাবু করে নিয়েছিল তাকে। এবার সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর গল্পের কথা জানিয়েছেন রাসেল।

তিনি বলেছেন, ‘(গতবছর) আমার মাইন্ডসেট যথাযথ ছিল না। কীভাবে মাঠে নেমে নিজের সেরাটা দিতে পারি সেই বিষয়ে না ভেবে ব্যর্থতার ভয় বেশি করে কাবু করেছিল আমাকে। যদি মাঠে নেমে কেউ ভাবে যে আমি আউট হবো না, তবে আমার মতে সেটা নেতিবাচক মনোভাব।’

শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামছে কলকাতা। এই ম্যাচের আগে নিজের মাইন্ডসেট নিয়েও খোলাসা করেছেন রাসেল। এখন তিনি প্রতিটি বল কীভাবে মোকাবেলা করবেন সেই বিষয়েও স্বচ্ছ ধারণা রাখেন। যা গত আইপিএলে ছিল না তার মধ্যে।

এ প্রসঙ্গে রাসেল বলেন, ‘গতবছর আমি নিজেই নিজেকে চাপে ফেলেছিলাম। কারণ বড্ড বেশি ভাবছিলাম। ক্রিকেটে যথার্থ মাইন্ডসেটের প্রয়োজন। এখন প্রতিটি বলের কীভাবে মোকাবিলা করব, আমার মনোভাব একেবারে স্বচ্ছ।’