আইপিএল

‘চেন্নাইয়ের বোলিং আক্রমণে বড় হাতিয়ার মুস্তাফিজ’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:09 বুধবার, 27 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে মুস্তাফিজুর রহমানের সফলতার বড় একটি কারণ হচ্ছে তার অভিজ্ঞতা, এমনটাই মনে করছেন রোহান গাভাস্কার। ভারতের সাবেক এই ওপেনারের মতে, মুস্তাফিজের অভিজ্ঞতার সঙ্গে দলীয় অভিজ্ঞতার কারণেই সফলতা পাচ্ছে চেন্নাই সুপার কিংস।

এবারের আসরে চেন্নাইয়ের নেতৃত্ব ছেড়েছেন মহেন্দ্র সিং ধোনি। নেতৃত্ব ছাড়লেও চেন্নাইয়ের আর্মব্র্যান্ডহীন বা ছায়া অধিনায়ক তিনিই। গত আসরগুলোর মতো এবারও বোলারের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন ধোনি।

সঙ্গত কারণে মুস্তাফিজের সঙ্গেও ডেথ ওভারগুলোর সময় কথা বলতে দেখা যাচ্ছে ধোনিকে। এই দুজনের অভিজ্ঞতার মিশেলেই সাফল্য পাচ্ছে দল, এমনটা মনে করছেন রোহান। মুস্তাফিজকে চেন্নাইয়ের বোলিং ইউনিটের অন্যতম অস্ত্র মনে করছেন তিনি।

রোহান গাভাস্কার বলেন, 'আপনার বোলিংয়ে বৈচিত্র কখন ব্যবহার করবেন কোনটা ব্যবহার করবেন এটা আপনাকে বুঝতে হবে। মুস্তাফিজ প্রথম ম্যাচ এবং এই ম্যাচটা যেভাবে খেলেছে সেটা পুরোটাই অভিজ্ঞতার ব্যাপার। আপনার নিজের অভিজ্ঞতা তো আছেই আবার দলেরও একটা অভিজ্ঞতা আছে।'

'ধোনি তার কাছে গিয়ে কথা বলছে আমার মনে হয় এই পিচে এভাবে খেলতে হবে। তখন সেটা নিজের অভিজ্ঞতার মাঝে ফেলে সিদ্ধান্ত নেন যে লেংথকে একটু আগে-পিছে করবো, বলের গতি কম-বেশি করব। এটা সিক্রেট না ঠিক সে চেন্নাইয়ের বোলিং আর্মির জন্য বড় হাতিয়ার হবে।'

আইপিএলে এখন পর্যন্ত দুই ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। এরই মাঝে ছয়টি উইকেট শিকার করেছেন বাঁহাতি এই পেসার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে চার উইকেট নেয়ার পর গুজরাট টাইটান্সের বিপক্ষে আরও দুই উইকেট নিয়ে এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি।