আইসিসি র‍্যাঙ্কিং

আইসিসি র‍্যাঙ্কিংয়ে প্রথমবার সেরা দশে নাহিদা

তাসফিক শাহরিয়ার পলক

তাসফিক শাহরিয়ার পলক
প্রকাশের তারিখ: 17:53 মঙ্গলবার, 26 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতেই হারতে হয়েছে বাংলাদেশকে। বিশেষ করে ব্যাটারদের বাজে পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। অবশ্য বল হাতে নজর কেড়েছেন টাইগ্রেস স্পিনার নাহিদা আক্তার।

প্রথম ম্যাচে বল হাতে ২টি উইকেট নিয়েছিলেন তিনি। এমন পারফরম্যান্সের পর র‍্যাঙ্কিংয়ে বড় প্রভাব রেখেছেন নাহিদা। প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন সেরা দশে। ৪ ধাপ এগিয়ে ঠিক ১০ নম্বরে আছেন নাহিদা। আইসিসি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের বোলারদের এটাই কোনো নারী বোলারের সেরা অবস্থান।

এর আগে গত বছরের ডিসেম্বরে ১২ নম্বরে উঠেছিলেন তিনি। এটাই এতোদিন বাংলাদেশের নারী ক্রিকেটারদের সেরা অবস্থান ছিল বোলারদের র‍্যাঙ্কিংয়ে। অজিদের বিপক্ষে প্রথম ম্যাচে ১০ ওভারে ২৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন নাহিদা।

এমন পারফরম্যান্সের পর সালমা খাতুনকে টপকে ওয়ানডে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারিও হন এই স্পিনার। তিনি টি-টোয়েন্টিতেও বাংলাদেশের সেরা বোলার। নাহিদা দ্বিতীয় ম্যাচে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেননি। 

৮ ওভারে ১৯ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। এদিকে বাংলাদেশের বোলারদের মধ্যে উন্নতি করেছে  সুলতানা খাতুনও। তিনি দুই ম্যাচে ৩ উইকেট নিয়ে ৬ ধাপ এগিয়ে ৫২তম স্থানে উঠে এসেছেন। উন্নতি হয়েছে অজি ক্রিকেটারদেরও। অ্যাশলে গার্ডনার দুই ম্যাচে ৫২ রানের পাশাপাশি ৫ উইকেট নিয়েছিলেন।

আর তাতেই ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৫ ধাপ ও বোলারদের র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন তিনি। ফলে ব্যাটিংয়ে ১৭তম ও বোলিংয়ে পঞ্চম অবস্থানে আছেন তিনি। আর অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছেন এই অজি অলরাউন্ডার।

এ ছাড়া অজি পেসার মেগান শুট ২ ম্যাচে ২ উইকেট নিয়ে ১ ধাপ এগিয়ে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছেন। শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার সোফি এক্লেস্টোন। আর ব্যাটাদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন ন্যাট সিভার-ব্রান্ট।