বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি প্রকাশ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:37 শনিবার, 16 মার্চ, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

এপ্রিলের শেষদিকে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসছে জিম্বাবুয়ে। লম্বা সময় আগে থেকেই সিরিজটি নিশ্চিত ছিল। তবে পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেনি দুই দেশের ক্রিকেট বোর্ডই।

শনিবার জিম্বাবুয়ের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৮ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে দল। সিরিজের প্রথম তিনটি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।

ফলে ঢাকায় পৌঁছে সেদিনই চট্টগ্রামের বিমান ধরবে দলটি। অবশ্য সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে। ফলে আবারও ঢাকায় ফিরতে হবে দুই দলকে।

আগামী ৩ মে শুরু হবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর চট্টগ্রামে অনুষ্ঠিত হওয়া বাকি দুই ম্যাচ হবে ৫ ও ৭ মে। আর সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে ১০ ও ১২ মে।

বাংলাদেশ দল এখন ব্যস্ত শ্রীলঙ্কা সিরিজে। এরই মধ্যে শেষ হয়েছে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ। ২-১ ব্যবধানে লঙ্কানদের বিপক্ষে সিরিজ হেরেছে টাইগাররা। আর চলমান ওয়ানডে সিরিজ রয়েছে ১-১ সমতায়।

আগামী ১৮ মার্চ সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। এরপর বাংলাদেশ এবং শ্রীলঙ্কা খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এরপর জিম্বাবুয়ে সিরিজের আগে আর কোনো খেলা নেই টাইগারদের।

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের সূচি-

No description available.