বিপিএল

বাংলাদেশ সবসময় আমার ভালো স্মৃতিতে আছে: মিলার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:29 রবিবার, 25 ফেব্রুয়ারি, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

অনেক আগেই জানা গিয়েছিল ফরচুন বরিশালের হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে খেলতে চলেছেন ডেভিড মিলার। তবে কবে তিনি দলের সঙ্গে যোগ দেবেন না নিয়ে ছিল ধোঁয়াশা। মাঝে মিলারের বিয়ের খবরের কারণে অনেকে মনে করছিলেন যে বিপিএলে আসা হচ্ছে না এই প্রোটিয়া তারকার।

অবশেষে প্লে অফের আগে বরিশালের হয়ে খেলতে এসেছেন মিলার। এসেই বাংলাদেশে তার স্মৃতি নিয়ে খোলামেলা কথা বলেছেন। এর আগেও বিপিএলে খেলেছেন মিলার। সেটাও ২০১৬ সালে। সেবারও এক সপ্তাহের জন্য খেলতে এসেছিলেন মিলার। এবারও মাত্র তিনটি ম্যাচের জন্য এসেছেন তিনি।

মিলার জানালেন বাংলাদেশের ভালো স্মৃতি সবসময় তার স্মৃতিতে আছে। মিলার বলেন, 'এর আগে আমার মনে হয় চিটাগং কিংসের হয়ে খেলেছি। আমার মনে আছে জার্সিটা টকটকে গোলাপি রঙয়ের ছিল। আমি এখানে তিনটি ম্যাচের জন্য এসেছিলাম, এক সপ্তাহের জন্য। বাংলাদেশে সবসময়ই আমার ভালো স্মৃতিতে আছে।'

বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলার অভিজ্ঞতা রয়েছে মিলারের। আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলেছেন এক সময়। আইপিএলে এখন খেলছেন গুজরাট টাইটান্সের হয়ে। বিপিএল শেষে মিলার আবার খেলতে যাবেন পাকিস্তান সুপার লিগে।

মিলার জানিয়েছেন ব্যস্ত সূচি থাকলেও বরিশালের হয়ে নিজের সেরাটা দিতে চান তিনি। ১৬ বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলটির জন্য অবদান রাখতে চান এই মারকুটে ব্যাটার। তার ভাষ্য, 'আমি ১৬ বছর ধরে খেলছি। আমি আমার নিজের খেলাটা সম্পর্কে খুব ভালো জানি। আমি এটা নিশ্চিত করতে চাই আমি মানসিকভাবে ভালো অবস্থানে আছি।'

কদিন পরেই বিয়ে পিঁড়িতে বসছেন মিলার। ফলে নানা ব্যস্ততার মধ্যে বিপিএলের কোনো ম্যাচ দেখা হয়নি তার। তবে নিয়মিত বিপিএলের খোঁজ খবর রেখেছেন তিনি। আপাতত সোমবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে বরিশালের এলিমিনেটরের ম্যাচ নিয়েই ভাবতে চান তিনি।

মিলার বলেন, 'সত্যি কথা বলতে আমি কোনো ম্যাচ দেখিনি। আমি বিরতিতে ছিলাম। আমি দ্রুতই বিয়ে করতে চলেছি। অনেক কিছুর দেখভাল করতে হচ্ছে। কিন্তু আমি আমার ফোনে ক্রিকইনফোতে নজর রেখেছি। যাতে করে আমি পয়েন্ট টেবিলের ব্যাপারে ধারণা রাখতে পারি। আমি টিভিতে কোনো ম্যাচ দেখিনি।'