বিপিএল

প্লে অফের আগেই বরিশালের সঙ্গে যোগ দিচ্ছেন মিলার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:34 রবিবার, 18 ফেব্রুয়ারি, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গ্রুপ পর্বের খেলা প্রায় শেষের পথে। প্লে অফে যাওয়ার লড়াই দারুণভাবে জমিয়ে তুলেছে ফরচুন বরিশাল, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স। এই তিন দলের মধ্যে দুই দলের প্লে অফে যাওয়ার সম্ভাবনা বেশি।

অন্যদিকে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রংপুর রাইডার্স আর ১৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বিপিএলের শেষদিকে চমক দেখাতে প্রায় প্রতিদিনই নতুন নতুন সব ক্রিকেটারদের এনে চমকে দিচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

আবার অনেক ক্রিকেটার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতে বিপিএল ছেড়ে গেছেন। এবারের বিপিএলের শেষভাগে ডেভিড মিলারের খেলার কথা রয়েছে ফরচুন বরিশালের হয়ে। তবে তিনি কবে দলের সঙ্গে যোগ দেবেন তা নিয়ে ছিল ধোঁয়াশা।

ফ্র্যাঞ্চাইজিটির একটি সূত্র জানিয়েছে আগামী ২১ ফেব্রুয়ারি দলটির সঙ্গে যোগ দেবেন মিলার। প্লে অফের ম্যাচগুলোতে এই প্রোটিয়া মারকুটে ব্যাটারকে পেতে আশাবাদী ফ্র্যাঞ্চাইজিটি। অন্যদলগুলোও বিদেশি ক্রিকেটার আনায় পিছিয়ে নেই। 

এরই মধ্যে কুমিল্লা শিবিরে যোগ দিয়েছেন সুনীল নারিন ও আন্দ্রে রাসেল। শনিবার তারা দলটির সঙ্গে যোগ দিয়েছেন। অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ শেষ করে রংপু রাইডার্সের সঙ্গে যোগ দিয়েছেন ক্যারিবীয় ব্যাটার ব্র্যান্ডন কিংও।

এদিকে প্লে অফের আগে দুটি ম্যাচ খেলবে বরিশাল। ১৯ ফেব্রুয়ারি তারা মুখোমুখি হবে রংপুর রাইডার্সের। আর ২১ ফেব্রুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সঙ্গে গ্রুপ পর্বে নিজেদের সর্বশেষ ম্যাচ খেলবে। প্লে অফে যেতে হলে দুই ম্যাচেই জয়ের বিকল্প নেই তামিম ইকবালের দলের জন্য।