বিপিএল

বিপিএলে খেলতে এসেও মায়ার্সের স্মৃতিতে সেই ২১০

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:35 শনিবার, 17 ফেব্রুয়ারি, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএলে) এবারের আসরে প্রথম ম্যাচ খেলতে নেমেই অলরাউন্ড নৈপুণ্য দেখিয়েছেন কাইল মায়ার্স। এই ক্যারিবিয়ান অলরাউন্ডার ৩১ বলে ৪৮ রানের ইনিংসের পর বল হাতে ৩ উইকেট নিয়ে সিলেট স্ট্রাইকার্সকে একাই ধসিয়ে দিয়েছেন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামেই অভিষেক টেস্টে ২১০ রানের ইনিংস খেলেছিলেন মায়ার্স। এই স্মৃতি এখনও বয়ে বেড়াচ্ছেন এই ক্যারিবীয় ক্রিকেটার। ফরচুন বরিশালের হয়ে স্মৃতি বিজড়িত ২১০ নম্বর জার্সি পড়েই মাঠে নেমেছিলেন তিনি।

নিজের অনুভূতির কথা জানিয়ে ক্যারিবীয় এই অলরাউন্ডার বলেন, 'এখানে খেলার বেশ দারুণ স্মৃতি আছে আমার। সর্বশেষ যখন এখানে খেলেছিলাম তখন আমি অভিষেকেই ডাবল সেঞ্চুরি করেছিলাম। ফলে এখানে ফিরে আসার বিষয়টি দারুণ। ফিরতে পেরে আমি বেশ আনন্দিত।'

বিপিএলের সময়ই আইএল টি-টোয়েন্টি চলছে। কদিন আগেই শেষ হয়েছে এসএ টোয়েন্টি। শনিবার থেকেই মাঠে গড়াচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসর। সবকিছু বাদ দিয়ে বিপিএল বেঁছে নেয়ার কারণও ব্যাখ্যা করেছেন মায়ার্স। তিনি জানিয়েছেন খেলার সুযোগের কারণেই বিপিএলে এসেছেন তিনি।

ফরচুন বরিশালের এই অলরাউন্ডার বলেন, 'এখানে আসার অনেক কারণ রয়েছে। একটি কারণ হল ম্যাচ খেলার সুযোগ। ৬ সপ্তাহে অত বেশি ম্যাচ ছিল না আমার, ২টি ম্যাচ ছিল মনে হয়। ফলে এখানে এসে ম্যাচ খেলে আমি আমার দক্ষতা প্রদর্শন করতে পারছি।'

চট্টগ্রামে অনুশীলনের সময়ও মায়ার্সের মাথায় ছিল ২১০ রানের ইনিংসটি। এই ইনিংসটির কথা মনে করেন দারুণ প্রশান্তি পেয়েছিলেন তিনি। এটাই তাকে ভালো ইনিংস খেলার জন্য আত্মবিশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার।

তার ভাষ্য, 'সত্যি কথা বলতে ট্রেনিংয়ের সময় এটা ভেবেছিলাম। আমি একটু ভিন্ন অনুভূতি পেয়েছিলাম। মানসিকভাবে হয়ত কিছুটা শান্তি লাগছিল কারণ এখানে ভালো স্মৃতি আছে আমার। আমি গতকাল নেটে অনেক সময় ব্যাট করেছি। বিগ হিটিং অনুশীলন করেছি। আমি আত্মবিশ্বাসী ছিলাম আজকের ম্যাচের আগে।'