বিপিএল

দুর্দান্ত ঢাকার হয়ে খেলবেন উইলিয়ামস-রজিংটন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:34 মঙ্গলবার, 13 ফেব্রুয়ারি, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) জয় দিয়ে শুরু করলেও এরপর টানা ৮ ম্যাচে হেরেছে মোসাদ্দেক হোসেন সৈকতদের দল। ৯ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে দলটি।

কাগজে-কলমে প্লে অফের আশা বেঁচে থাকলেও আদতে সেটা কতটা সম্ভব হবে সেটা সময়ই বলে দেবে। বিপিএলের শেষের ভাগে চমক দেখাতে তারা দুই ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে।

ঢাকায় হয়ে খেলতে বাংলাদেশে পা রেখেছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার শেন উইলিয়ামস ও ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম রজিংটনকে। মঙ্গলবারই তারা দলের সঙ্গে চট্টগ্রামে যোগ দিয়েছেন।

ফরচুন বরিশালের বিপক্ষে পরবর্তী ম্যাচেই এই দুই বিদেশিকে ঢাকায় হয়ে খেলতে দেখা যেতে পারে। মূলত জাতীয় দল ও পিএসএলের ব্যস্ততার কারণে দলটি হারিয়েছে মোহাম্মদ ইরফান, আন্দ্রে ম্যাকার্থি ও লাহিরু সামারাকুনকে।

তাদের বিকল্প হিসেবেই এই দুই ক্রিকেটারকে নিয়েছে ঢাকার দলটি। ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার রজিংটনকে অভিজ্ঞই বলা যায়। এরই মধ্যে দেড়শর বেশি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

১৪৭.২১ স্ট্রাইক রেটে করেছেন ২ হাজার ৯৫৬ রান। এদিকে জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার উইলিয়ামস ১৪টি টেস্টের পাশাপাশি ১৫৬টি ওয়ানডে ও ৭৯টি টি-টোয়েন্টি খেলেছেন। রান করেছেন সাড়ে ৬ হাজারের বেশি। উইকেট নিয়েছেন দেড়শর বেশি।