শ্রীলঙ্কা-আফগানিস্তান সিরিজ

রহমতের সেঞ্চুরি মিস, ব্যাটে-বলে দিন রাঙাল শ্রীলঙ্কা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:59 শুক্রবার, 02 ফেব্রুয়ারি, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

কলম্বো টেস্টে আফগানিস্তানের বিপক্ষে প্রথম দিনই ব্যাটে-বলে দাপট দেখিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। আফগানদের মাত্র ১৯৮ রানে অল আউট করে দিয়ে বিনা উইকেটে ৮০ রান করে প্রথম দিনের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা। তারা এখনও আফগানিস্তানের চেয়ে পিছিয়ে আছে ১১৮ রানে।

শ্রীলঙ্কার হয়ে নিশান মাদুশকা ৩৬ ও দিমুথ করুনারত্নে ৪২ রান করে দিনের খেলা শেষ করেছেন। দিনের শেষ ১৪ ওভারে আফগানিস্তান ৪ বোলার ব্যবহার করেও স্বাগতিকদের কোনো উইকেট নিতে পারেনি। এই ম্যাচে টসে জিতে আফগানদের আগে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কা।

ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি সফরকারীদের। স্কোর বোর্ডে কোনো রান তোলার আগেই তারা হারায় ওপেনার ইব্রহীম জাদরানের উইকেট। দ্বিতীয় উইকেটে ৫৭ রান যোগ করেন নূর আলী জাদরান ও রহমত শাহ। ৩১ রান করা জাদরানকে ফিরিয়ে এই জুটি ভেঙেছেন বিশ্ব ফার্নান্দো।

অধিনায়িক শহীদি আউট হয়েছেন মাত্র ১৭ রান করে। এরপর শূন্য রানে ফিরেছেন নাসির জামাল। পঞ্চম উইকেটে আফগানিস্তানের হাল ধরেন একপ্রান্ত আগলে রাখা রহমত ও উইকেটরক্ষক ব্যাটার ইকরাম আলিখিল। এই দুজনের জুটি থেকে আসে ৪৫ রান।

সেঞ্চুরির হাতছানি পাওয়া রহমত আউট হয়েছেন ৯১ রান করে। এরপর ইকরাম ও কাইস আহমেদ ২১ করে আউট হলে বাকি ব্যাটারদের কেউই দাঁড়াতে পারেননি। আফগানিস্তানের ইনিংসে সবচেয়ে বড় ধস নামিয়েছেন ফার্নান্দোই। তিনি একাই নিয়েছেন ৪ উইকেট।

৩টি করে উইকেট নিয়েছেন আসিথা ফার্নান্দো ও প্রবাথ জয়াসুরিয়া। পুরোদিন ৫ বোলারকে দিয়ে বল করিয়েছেন লঙ্কান  অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। উইকেটশূন্য ছিলেন কেবল চামিকা গুনাসেকারা ও ধনঞ্জয়া নিজে।