নিউজিল্যান্ড ক্রিকেট

ইনজুরি কাটিয়ে সাউথ আফ্রিকা সিরিজেই ফিরছেন উইলিয়ামসন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:07 বৃহস্পতিবার, 01 ফেব্রুয়ারি, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

হ্যামস্ট্রিংয়ের চোটে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ তিনটিতে খেলতে পারেননি কেন উইলিয়ামসন। শঙ্কা ছিল সাউথ আফ্রিকা সিরিজেও হয়ত দেখা যাবে না নিউজিল্যান্ডের অধিনায়ককে। আপাতত সেই শঙ্কা কেটে গেছে খানিকটা। উইলিয়ামসন নিজেই জানিয়েছেন তিনি সুস্থ আছেন এবং দলের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন।

গত বছরটা চোটের সঙ্গেই লড়াই করেছেন উইলিয়ামসন। প্রথমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) হাঁটুর লিগামেন্ট ছিড়ে যায় তার। অপারেশন করে বিশ্বকাপে ফিরে আবারও চোটে পড়েন তিনি। সেখানেও নাজমুল হোসেন শান্তর ছোঁড়া বলে বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলিতে আঘাত পান তিনি। এর জন্য কয়েকটি ম্যাচ মিস করতে হয় তাকে।

চলতি বছরে আবারও চোটে পড়েন ডানহাতি এই ব্যাটার। জানুয়ারি মাসে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলাকালীন চোটে পড়তে হয় তাকে। ফলে সিরিজের শেষ তিন ম্যাচে আর মাঠে নামা হয়নি তার। শঙ্কা ছিলো সাউথ আফ্রিকা সিরিজ নিয়েও। কিন্তু নিজের দলে ফেরার ব্যাপারটা নিশ্চিত করেছেন কিউই ব্যাটার নিজেই।

সাউথ আফ্রিকা সিরিজে ফেরার ব্যাপারে ক্রিকইনফোকে উইলিয়ামসন বলেন, ‘আমার হ্যামস্ট্রিং এখন ভালো আছে। শেষ দুই সপ্তাহে এটা বেশ ভালোভাবে উন্নতি করেছে। এখন বেশ ভালো লাগছে, এবং আমি দলে ফেরার জন্য ও অনুশীলনে ফেরার জন্য মুখিয়ে আছি।’

এখন পর্যন্ত ৯৬ টেস্টে ৫৪.৩৬ গড়ে ৮ হাজার ২৬৩ রান করেছেন উইলিয়ামসন। তাই দলের এই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে পুরোপুরি ফিট হিসেবেই দলে চান কোচ গ্যারি স্টেড। কিছুদিন আগে এমনটাই জানিয়েছিলেন তিনি। উইলিয়ামসন নিজেও তার দলে ফেরা নিয়ে বেশ আত্ববিশ্বাসী।

উইলিয়ামসন বলেন, ‘আবহাওয়া বেশ দারুণ ছিল। অত্যন্ত গরম, তাই আমি আত্মবিশ্বাসী এবং যেমনটা আমি বলেছিলাম যে দলের সাথে ফিরতে পেরে ভালো লাগবে। আর আমি মনে করি যে দলের সকলেই 'টেস্ট দল' হিসেবে ফিরে আসার অপেক্ষায় আছে।’