বাংলাদেশের বিপক্ষে ভালো খেলে নিউজিল্যান্ডের টেস্ট দলে রুর্কে

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:33 শুক্রবার, 26 জানুয়ারি, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

কদিন আগেই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয়েছে উইল ও’রুর্কের। এবার নিউজিল্যান্ডের টেস্ট দলে ডাক পেলেন ২২ বছর বয়সি এই পেসার। সাউথ আফ্রিকার বিপক্ষে সাদা পোশাকের সিরিজে রাখা হয়েছে রাচিন রবীন্দ্রকেও। পুরোপুরি ফিট না হলেও স্কোয়াডে আছেন কেন উইলিয়ামসন।

ঘরোয়া ক্রিকেটে আলো ছড়িয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ডাক পেয়েছিলেন ও’রুর্কে। কাইল জেমিসনের বদলি হিসেবে সুযোগ পেয়ে নিজের নামের প্রতি সুবিচারই করেছিলেন তিনি। বাংলাদেশের সঙ্গে ২৩ গড়ে ৫টি উইকেটও নিয়েছিলেন। বর্তমানে নিউজিল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সুপার স্ম্যাশে খেলছেন তরুণ এই পেসার।

যেখানে সবশেষ ৫ ম্যাচে নয়টি উইকেট নিয়েছেন তিনি। যার ফলে শুধুমাত্র দ্বিতীয় টেস্টের জন্য ডাক পেয়েছেন ও’রুর্কে। এদিকে হেনরি নিকোলসের বদলি হিসেবে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট দলে জায়গা করে নিয়েছেন রাচিন। ২০২৩ সালের মার্চে ওয়েলিংটনে শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ২০০ রানের ইনিংস খেলার পর থেকেই বাজে সময় পার করছেন নিকোলস।

সবশেষ ১১ টেস্টে একবারও ৪০ পেরোনো ইনিংস খেলতে পারেননি। বিশ্বকাপে বাজিমাত করে আইসিসির সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার জেতার পর টেস্ট দলে ডাক পেলেন রাচিন। ২০২১ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে কানপুরে টেস্টে অভিষেক হয়েছিল তার। ২০২২ বাংলাদেশের বিপক্ষে বিপক্ষে খেলার পর থেকে কিউইদের হয়ে সাদা পোশাকের ম্যাচ খেলা হয়নি তার।

গত নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশের মাটিতে ভালো করে টেস্ট দলে নিজেদের জায়গা ধরে রেখেছেন মিচেল স্যান্টনার এবং গ্লেন ফিলিপস। যারা দুজনই বাংলাদেশের বিপক্ষে মিরপুরে টেস্ট জিততে বড় ভূমিকা রেখেছিলেন। তবে সেই সিরিজের দল থেকে জায়গা হারিয়েছেন দুই স্পিনার ইশ সোধি এবং এজাজ প্যাটেল।

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে সবশেষ তিন টি-টোয়েন্টিতে খেলতে পারেননি উইলিয়ামসন। এখনও পুরোপুরি সেরে না উঠলেও তাকে রাখা হয়েছে স্কোয়াডে। এদিকে চোট কাটিয়ে টেস্ট দলে ফিরেছেন টম ব্লান্ডেল এবং পেসার জেমিসন।

নিউজিল্যান্ডের টেস্ট স্কোয়াড- টিম সাউদি (অধিনায়ক), ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, টম লাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রুর্কে (শুধুমাত্র দ্বিতীয় টেস্ট), গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, নেইল ওয়েগনার, কেন উইলিয়ামসন, উইল ইয়াং।