যুব বিশ্বকাপ

আয়ারল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের প্রথম জয়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:41 সোমবার, 22 জানুয়ারি, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

কিয়ান হিল্টনের ৯০ রানের ইনিংস ম্লান করে আয়ারল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ২৩৬ রান তাড়ায় আশিকুর রহমান শিবলি ও আদিল সিদ্দিকের ব্যাটে ভালো শুরুই পেয়েছিল বাংলাদেশের যুবারা। ম্যাচ জেতাতে বাকি কাজটা সেরেছেন আহরার আমিন ও শিহাব জেমস। তাদের দুজনের ব্যাটে যুব বিশ্বকাপের এবারের আসরে নিজেদের প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ।

ব্লুমফন্টেইনে জয়ের জন্য ২৩৬ তাড়া করতে নামা বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার আশিকুর এবং আদিল। কোনো উইকেট না হারিয়ে পাওয়ার প্লেতে তারা দুজনে মিলে যোগ করেন ৫৫ রান। ‍জুটির সেঞ্চুরি হওয়ার আগে অবশ্য উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের ২০তম ওভারে ম্যাথু ওয়েলডনের বলে উইকেটের পেছনে থাকা রায়ান হান্টারকে ক্যাচ দিয়েছেন ৩৬ রান করা আদিল।

হাফ সেঞ্চুরির ঠিক আগে ফিরেছেন আশিকুর। স্কট ম্যাকবেথের বলে লেগ বিফোর উইকেট হয়েছেন তিনি। হাফ সেঞ্চুরি হাত ছাড়া করা আশিকুর সাজঘরের পথে হেঁটেছেন ৪৪ রানের ইনিংস খেলে। তিনে নেমে ২১ রান করেছেন চৌধুরি মোহাম্মদ রিজওয়ান। ব্যাট হাতে রানের দেখা পাননি চারে নামা আরিফুল ইসলামও। রিজওয়ানের আগে ফেরা ডানহাতি এই ব্যাটার করেছেন ১৩ রান।

বাংলাদেশকে অবশ্য আর কোনো উইকেট হারাতে দেননি শিহাব ও আহরার। তারা দুজনে মিলে ১০৯ রানের দুর্দান্ত জুটি গড়েন। শিহাব ৫৩ বলে হাফ সেঞ্চুরি পেলেও পঞ্চাশ ছোঁয়া হয়নি আহরারের। তবে ৪৫ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। এদিকে হাফ সেঞ্চুরি করা শিহাব অপরাজিত ছিলেন ৫৫ রানে। তাতেই জয় পায় বাংলাদেশ।

এর আগে টস জিতে বোলিংয়ে নামা বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন মারুফ মৃধা। বাঁহাতি এই পেসারের বলে চৌধুরি মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ৯ রান করা রায়া হান্টার। তিনে নামা গাভিন রুস্টনও ইনিংস বড় করতে পারেননি। শেখ পারভেজ জীবনের বলে রিজওয়ানের হাতে ক্যাচ দিয়েছেন ৫ রান করা রুস্টন। ওপেনিংয়ে ভালো শুরু করা জর্ডান নেইলকে হাফ সেঞ্চুরি করতে দেননি রাফি উজ জামান রাফি।

বাঁহাতি এই স্পিনারের বলে বোল্ড হয়ে সাজঘরের পথে হেঁটেছেন ৩১ রান করা জর্ডান। ফিলিপস লি রস ভালো করতে না পারলেও একপ্রান্ত ঠিকই আগলে রেখেছিলেন হিল্টন। ৭৩ বলে তুলে নেন হাফ সেঞ্চুরিও। দারুণ ব্যাটিং করতে থাকা হিল্টনকে সেঞ্চুরি করতে দেননি মারুফ। ৯০ রানের ইনিংস খেলে বাঁহাতি এই পেসারের বলে আউট হয়েছেন হিল্টন।

শেষ দিকে স্কট ম্যাকবেথ ২৭ এবং জন ম্যাকনালির ২৩ রানের ইনিংসের ওপর ভর করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৫ রানের পুঁজি পায় আয়ারল্যান্ড। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মারুফ ও পারভেজ জীবন। এ ছাড়া একটি করে উইকেট নিয়েছেন রোহানাত দোল্লা বর্ষণ, রাফি এবং মাহফুজুর রহমান রাব্বি।

সংক্ষিপ্ত স্কোর-

আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল- ২৩৫/৭ (৫০ ওভার) (হিল্টন ৯০, নেইল ৩১ ; মারুফ ২/৪৫)

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল- ২৩৯/৪ (৪৬.৫ ওভার) (শিহাব ৫৫*, আহরার ৪৫*, আশিকুর ৪৪, আদিল ৩৬; ম্যাকবেথ ২/৪১)