শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে সিরিজ

ম্যাথিউস-শানাকায় ম্লান রাজার অলরাউন্ড নৈপুণ্য

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 23:45 রবিবার, 14 জানুয়ারি, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

শেষ ওভারে জেতার জন্য ১৪ রান প্রয়োজন ছিল শ্রীলঙ্কার। প্রথম দুই বলে চার মারার পর তৃতীয় বলে রান পাননি অ্যাঞ্জেলো ম্যাথিউস। তারপরের বলে স্লগ সুইপ করতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ আউটই হয়ে যান তিনি। তারপর দুই বলে ছয় রান নিয়ে লঙ্কানদের জয়োল্লাসে ভাসান দুশমন্থ চামিরা। এভাবে সিকান্দার রাজার অলআউন্ড নৈপুণ্যকে ম্লান করে দারুণ ফিনিশিংয়ে শ্রীলঙ্কাকে জেতালেন ম্যাথিউস। সঙ্গী ছিলেন দাসুন শানাকা। কলম্বোতে পাওয়া এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল লঙ্কানরা।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৪৩ রান করে জিম্বাবুয়ে। লো স্কোরিং ম্যাচে ৪২ বলে ৬২ রানের দারুণ একটি ইনিংস খেলেন রাজা। জিম্বাবুয়ে অধিনায়কের ইনিংসে ছিল পাঁচটি চার ও দুটি ছক্কার মার।

এ ছাড়া ওপেনার তিনাশে কামুনহুয়াকামওয়ে ১৮ বলে ২৬ এবং শন উইলিয়ামস ২০ বলে ১৪ রান করেন। শ্রীলঙ্কার হয়ে দুটি করে উইকেট নেন মাহিশ থিকশানা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা। একটি উইকেট নেন চামিরা।

তুলনামূলক সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ১৪ ওভারে ৮৩ রান তুলতেই ছয় উইকেট হারায় শ্রীলঙ্কা। এর মধ্যে তিনটি উইকেটই নিয়ে নেন রাজা। সাদিরা সামাবিক্রমাকে ৯ রানে বোল্ড করেন তিনি। ২২ বলে ১৬ রান করা চারিথ আসালঙ্কাকেও ফেরান তিনি।

সেই একই ওভারের শেষ বলে হাসারাঙ্গাকে শূন্য রানে বোল্ড করেন রাজা। তারপর ম্যাচটি ঘুরে যায় ম্যাথিউস-শানাকার ব্যাটে। ম্যাথিউস শেষ ওভারে ফিরে যাওয়ার আগে শানাকার সঙ্গে ৫৫ রানের জুটি গড়েন।

পাঁচটি চার ও একটি ছক্কায় ৩৮ বলে ৪৬ রানের ইনিংস খেলেন ম্যাচসেরা নির্বাচিত হন ম্যাথিউস। ১৮ বলে চারটি চারে ২৬ রানে অপরাজিত থাকেন শানাকা। শেষ দুই বলে ছয় রানে অপরাজিত থেকে লঙ্কানদের জয়ে বড় অবদান ছিল চামিরার।