শ্রীলঙ্কা - জিম্বাবুয়ে সিরিজ

১৯ রানে হাসারাঙ্গার ৭ উইকেট, শ্রীলঙ্কার সিরিজ জয়

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 23:30 বৃহস্পতিবার, 11 জানুয়ারি, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

চোটের কারণে এশিয়া কাপ ও বিশ্বকাপে খেলতে পারেননি ওয়ানিন্দু হাসারাঙ্গা। চোটের কারণে ৬ মাসের বেশি সময় মাঠের বাইরে থাকা হাসারাঙ্গার জন্য জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডে ছিল কেবলই ফেরার। তবে স্পিন জাদুতে রঙিন ফ্রেমে বাঁধাই করে রাখার মতো এক ম্যাচ খেললেন লঙ্কান এই তারকা লেগ স্পিনার। নিজের ফেরার ম্যাচে ৫.৫ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৭ উইকেট নিয়েছেন তিনি।

হাসারাঙ্গার এমন বোলিংয়ে মাত্র ৯৬ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। সহজ লক্ষ্য তাড়ায় খুব বেশি বেগ পেতে হয়নি শ্রীলঙ্কাকে। শুরুতে আভিস্কা ফার্নান্দোকে হারালেও ৬২ বল বাকি থাকতে ৮ উইকেটের জয় তুলে নিয়েছে কুশল মেন্ডিসের দল। প্রথম ম্যাচ বৃষ্টিতে পণ্ড হওয়ায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা।

কলম্বোতে জয়ের জন্য ৯৭ রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় শ্রীলঙ্কা। রিচার্ড এনগারাভার লেংথ ডেলিভারিতে মিড অফের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন আভিস্কা। প্রত্যাশার চেয়ে বেশি বাউন্স হওয়ায় সেভাবে খেলতে পারেননি। উইকেটের পেছনে থাকা জয়লর্ড গাম্বির গ্লাভসে বল যেতেই আবেদন করেন জিম্বাবুয়ের ফিল্ডার। যদিও আবেদনে সাড়া দেননি আম্পায়ার।

জিম্বাবুয়ের ফিল্ডাররা আত্মবিশ্বাসী হওয়ায় রিভিউ নেন অধিনায়ক ক্রেইগ আরভিন। টিভি রিপ্লেতে দেখা যায় বল ব্যাটের কাছ দিয়ে যাওয়ার সময় এজ হয়েছে। তাতে রানের খাতা খোলার আগেই ফিরতে হয় আভিস্কাকে। তিনে নেমে শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকেন মেন্ডিস।

শেভন ড্যানিয়েলের সঙ্গে গড়া ৭১ রানের জুটিতে বেশিরভাগ রান করেছেন শ্রীলঙ্কার অধিনায়ক। ড্যানিয়েলকে ফিরিয়ে জুটি ভাঙেন ওয়েলিংটন মাসাকাদজা। বাঁহাতি এই স্পিনারের ঝুঁলিয়ে দেয়া ডেলিভারিতে মিল্টন শুম্বার হাতে ক্যাচ দিয়েছেন তিনি। নিজের অভিষেক ম্যাচে ১২ রান করে ফিরেছেন ড্যানিওয়েল। এদিকে দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন মেন্ডিস।

৩৭ বলে হাফ সেঞ্চুরি তুলে নেয়া মেন্ডিস শেষ পর্যন্ত সাদিরা সামারাবিক্রমাকে সঙ্গে নিয়ে শ্রীলঙ্কার জয় নিশ্চিত। স্থায়ী অধিনায়ক হিসেবে প্রথমবার সিরিজ জয়ের দিনে ৬৬ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন মেন্ডিস। তাকে সঙ্গ দেয়া সামারাবিক্রমার ব্যাট থেকে এসেছে ১৪ রান। জিম্বাবুয়ের হয়ে একটি করে উইকেট নিয়েছেন মাসাকাদজা এবং এনগারাভা।

এর আগে দুই দফায় বৃষ্টি হওয়ায় ম্যাচের দৈর্ঘ্য নামিয়ে আনা হয় ২৭ ওভারে। এমন ম্যাচে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করলেও হঠাৎই ধস নামে জিম্বাবুয়ের শিবিরে। বিনা উইকেটে ৪৩ রান তোলা জিম্বাবুয়ে শেষ পর্যন্ত অল আউট হয় ৯৬ রানে। শ্রীলঙ্কার হয়ে ১৯ রানে ৭ উইকেট নিয়েছেন হাসারাঙ্গা। যা তার ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার।